আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৩৭
কর্জদানের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত
১৩৩৭. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: প্রতিটি কর্জ সাদ্কা স্বরূপ ।
(হাদীসটি তাবারানী হাসান সনদে বর্ণনা করেছেন; বায়হাকীও এটি রিওয়ায়াত করেন।)
التَّرْغِيب فِي الْقَرْض وَمَا جَاءَ فِي فَضله
1337 - وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كل قرض صَدَقَة

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৩৭ | মুসলিম বাংলা