আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩২৬
গোপন দানের প্রতি উৎসাহ প্রদান
১৩২৬. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত যে, নবী (সা) বলেছেন: তিন ব্যক্তিকে আল্লাহ্ ভালবাসেন আর তিন ব্যক্তিকে তিনি ঘৃণা করেন। যাদেরকে তিনি ভালবাসেন তারা হল:
১. কোন ব্যক্তি কোন সম্প্রদায়ের কাছে এসে কেবল আল্লাহর নামে কিছু সাহায্য প্রার্থনা করল; তাদের মধ্যকার আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে সে কিছুই চাইলো না। অথচ তারা তাকে কিছুই দিল না।
সর্বশেষ এক ব্যক্তি তাদের পিছন দিক থেকে গিয়ে লোকটিকে এমনভাবে দান করল যে, তার এই দানের কথা আল্লাহ্ ও যাকে সে দান করেছে, সে ব্যক্তিটি ছাড়া আর কেউ টের পেলো না।
২. কোন সম্প্রদায় সারারাত ভ্রমণ করতে থাকল। শেষে যখন সকল কিছুর চেয়ে নিদ্রাই তাদের নিকট প্রিয়তর মনে হল, তখন তারা মাথা রেখে শুয়ে পড়ল। এমন সময় একজন আমার নিকট অত্যন্ত কাকুতি মিনতির সাথে যাচনা করতে শুরু করল এবং আমার আয়াতসমূহ তিলাওয়াত করতে লাগল।
৩. ঐ ব্যক্তি যে কোন সেনা অভিযানে ছিল। শত্রুর মুখোমুখি হয়ে সকলে যখন পলায়ন করল, তখন ঐ লোকটি সম্মুখপানে এগিয়ে চলল। পরিশেষে সে শহীদ হয়ে গেল অথবা বিজয়ী হল। আর যে তিন ব্যক্তিকে আল্লাহ্ ঘৃণা করেন, তারা হলঃ
(১) বৃদ্ধ ব্যভিচারী, (২) অহংকারী দরিদ্র ও (৩) অত্যচারী ধনী।
(হাদীসটি আবূ দাউদ ও ইব্‌ন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁদেরই। তবে ইব্‌ন খুযায়মা 'তারা তাকে কিছুই দিল না' অংশটুকু উল্লেখ করেননি। নাসাঈও এটি রিওয়ায়াত করেছেন। তিরমিযী হাদীসটি 'হুরদের বাক্যালাপ' অধ্যায়ে বর্ণনা করেছেন এবং একে সহীহ বলে আখ্যায়িত করেছেন। ইব্‌ন হিব্বানও এটি বর্ণনা করেন। তবে তিনি হাদীসের শেষাংশটি এভাবে বর্ণনা করেছেন: আল্লাহ্ বৃদ্ধ ব্যভিচারী, কৃপণ এবং অহংকারীকে ঘৃণা করেন। হাকিমও এ হাদীসটি রিওয়ায়াত করেছেন এবং হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেছেন।)
التَّرْغِيب فِي صَدَقَة السِّرّ
1326 - وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة يُحِبهُمْ الله وَثَلَاثَة يبغضهم الله فَأَما الَّذين يُحِبهُمْ فَرجل أَتَى قوما فَسَأَلَهُمْ بِاللَّه وَلم يسألهم بِقرَابَة بَينهم وَبَينه فمنعوه فَتخلف رجل بأعقابهم فَأعْطَاهُ سرا لَا يعلم بعطيته إِلَّا الله وَالَّذِي أعطَاهُ وَقوم سَارُوا ليلتهم حَتَّى إِذا كَانَ النّوم أحب إِلَيْهِم مِمَّا يعدل بِهِ فوضعوا رؤوسهم فَقَامَ يتملقني وَيَتْلُو آياتي وَرجل كَانَ فِي سَرِيَّة فلقي الْعَدو فهزموا فَأقبل بصدره حَتَّى يقتل أَو يفتح لَهُ
وَالثَّلَاثَة الَّذين يبغضهم الله الشَّيْخ الزَّانِي وَالْفَقِير المختال والغني الظلوم

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَاللَّفْظ لَهما إِلَّا أَن ابْن خُزَيْمَة لم يقل فمنعوه
وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ ذكره فِي بَاب كَلَام الْحور الْعين وَصَححهُ وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ فِي آخِره وَيبغض الشَّيْخ الزَّانِي والبخيل والمتكبر
وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩২৬ | মুসলিম বাংলা