আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩২৫
গোপন দানের প্রতি উৎসাহ প্রদান
১৩২৫. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত যে, হযরত আবু যর (রা) প্রশ্ন করেছিলেন। ইয়া রাসূলাল্লাহ্! সাদ্কার হাকীকত কি? তিনি বললেন দ্বিগুণ, বহুগুণ। আর আল্লাহর কাছে আরও বেশি রয়েছে। তারপর তিনি পাঠ করলেনঃ من ذَا الَّذِي يقْرض الله قرضا حسنا فيضاعفه لَهُ أضعافا كَثِيرَة অর্থ: এমন কে আছে যে আল্লাহকে কর্জ দেবে উত্তম কর্জ; অতঃপর আল্লাহ্ তাকে দ্বিগুণ-বহুগুণ বাড়িয়ে দেবেন (২ঃ২৪৫)
প্রশ্ন করা হ'ল ইয়া রাসূলাল্লাহ্! কোন সাদ্কাহ উত্তম? তিনি বললেন, গোপনে কোন ফকীরকে দান করা অথবা স্বল্প সামর্থ্যসম্পন্ন ব্যক্তির দানের প্রয়াস। তারপর তিনি পাঠ করলেন :إِن تبدوا الصَّدقَات فَنعما هِيَ অর্থ : যদি তোমরা প্রকাশ্যে দান কর, তবে তা কতইনা উত্তম! আর যদি দান গোপনে কর এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম (২ঃ ২৭১)।
(হাদীসটি ইমাম আহমদ বিস্তারিতভাবে এবং তাবারানী উপরোল্লেখিত শব্দসমূহে বর্ণনা করেছেন। উভয় সনদেই আলী ইব্ন ইয়াযীদ নামক একজন সন্ধিগ্ধ রাবী রয়েছেন।)
প্রশ্ন করা হ'ল ইয়া রাসূলাল্লাহ্! কোন সাদ্কাহ উত্তম? তিনি বললেন, গোপনে কোন ফকীরকে দান করা অথবা স্বল্প সামর্থ্যসম্পন্ন ব্যক্তির দানের প্রয়াস। তারপর তিনি পাঠ করলেন :إِن تبدوا الصَّدقَات فَنعما هِيَ অর্থ : যদি তোমরা প্রকাশ্যে দান কর, তবে তা কতইনা উত্তম! আর যদি দান গোপনে কর এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম (২ঃ ২৭১)।
(হাদীসটি ইমাম আহমদ বিস্তারিতভাবে এবং তাবারানী উপরোল্লেখিত শব্দসমূহে বর্ণনা করেছেন। উভয় সনদেই আলী ইব্ন ইয়াযীদ নামক একজন সন্ধিগ্ধ রাবী রয়েছেন।)
التَّرْغِيب فِي صَدَقَة السِّرّ
1325 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن أَبَا ذَر قَالَ يَا رَسُول الله مَا الصَّدَقَة قَالَ أَضْعَاف مضاعفة وَعند الله الْمَزِيد ثمَّ قَرَأَ {من ذَا الَّذِي يقْرض الله قرضا حسنا فيضاعفه لَهُ أضعافا كَثِيرَة} الْبَقَرَة 542 قيل يَا رَسُول الله أَي الصَّدَقَة أفضل قَالَ سر إِلَى فَقير أَو جهد من مقل ثمَّ قَرَأَ {إِن تبدوا الصَّدقَات فَنعما هِيَ} الْبَقَرَة 172 الْآيَة
رَوَاهُ أَحْمد مطولا وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَفِي إسنادهما عَليّ بن يزِيد
رَوَاهُ أَحْمد مطولا وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَفِي إسنادهما عَليّ بن يزِيد


বর্ণনাকারী: