আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩১৩
অধ্যায়ঃ সদকা
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১৩১৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সা) বলেছেন, যে ব্যক্তি হারাম সম্পদ সঞ্চয় করে ও তারপর তা দান করে, তার জন্য এতে কোন পূণ্য নেই; বরং এর পাপ তার উপর বর্তাবে।
(হাদীসটি ইব্ন খুযায়মা, ইব্ন হিব্বান তাঁদের 'সহীহ'-এ ও হাকিমসহ সবাই দাররাজ... ইবন হুজায়রা সূত্রে আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইব্ন খুযায়মা, ইব্ন হিব্বান তাঁদের 'সহীহ'-এ ও হাকিমসহ সবাই দাররাজ... ইবন হুজায়রা সূত্রে আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1313 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من جمع مَالا حَرَامًا ثمَّ تصدق بِهِ لم يكن لَهُ فِيهِ أجر وَكَانَ إصره عَلَيْهِ
رَوَاهُ ابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم كلهم من رِوَايَة دراج عَن ابْن حجيرة عَنهُ
رَوَاهُ ابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم كلهم من رِوَايَة دراج عَن ابْن حجيرة عَنهُ