আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩১২
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১৩১২. হযরত আওফ ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্ (সা) ঘর থেকে বের হলেন, তাঁর হাতে ছিল একটি ছড়ি। তিনি দেখলেন জনৈক ব্যক্তি নিম্নমানের খেজুরের একটি গুচ্ছ লটকিয়ে রেখেছে। তিনি তখন এতে আঘাত করতে লাগলেন ও বললেন, এই সাদৃকার মালিক ইচ্ছা করলে তো এর চেয়ে উত্তম বস্তু সাদাকাহ করতে পারতো। নিশ্চয়ই এ সাদ্কাকারী কিয়ামতের দিন এমন নিম্নমানের খেজুর
খাবে।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন। পাঠ নাসাঈর। আবূ দাউদ, ইব্ন খুযায়মা ও ইব্ন হিব্বান তাঁদের 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
খাবে।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন। পাঠ নাসাঈর। আবূ দাউদ, ইব্ন খুযায়মা ও ইব্ন হিব্বান তাঁদের 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1312 - وَعَن عَوْف بن مَالك رَضِي الله عَنهُ قَالَ خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَبِيَدِهِ عَصا وَقد علق رجل قنو حشف فَجعل يطعن فِي ذَلِك القنو فَقَالَ لَو شَاءَ رب هَذِه الصَّدَقَة تصدق
بأطيب من هَذَا إِن رب هَذِه الصَّدَقَة يَأْكُل حشفا يَوْم الْقِيَامَة
رَوَاهُ النَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا فِي حَدِيث
بأطيب من هَذَا إِن رب هَذِه الصَّدَقَة يَأْكُل حشفا يَوْم الْقِيَامَة
رَوَاهُ النَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا فِي حَدِيث


বর্ণনাকারী: