আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩১০
অধ্যায়ঃ সদকা
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১৩১০. হযরত রাফি' ইব্‌ন মাকিস (রা) থেকে বর্ণিত, যিনি হুদায়বিয়ার ঘটনায় উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: উত্তম মেধা আল্লাহর দান, অসদাচরণ দুর্ভাগ্যের কারণ, পূণ্য আয়ু বৃদ্ধি করে, আর সাদকা পাপ মোচন করে দেয় ও অপমৃত্যুকে রোধ করে।
(হাদীসটি ইমাম তাবারানী 'কবীর'-এ রিওয়ায়াত করেছেন। তবে ঐ সনদে একজন অপরিচিত রাবী রয়েছেন। ইমাম আবূ দাউদও এর কিছু অংশ বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1310 - وَعَن رَافع بن مكيث وَكَانَ مِمَّن شهد الْحُدَيْبِيَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ حسن الملكة نَمَاء وَسُوء الْخلق شُؤْم وَالْبر زِيَادَة فِي الْعُمر وَالصَّدَََقَة تطفىء الْخَطِيئَة وتقي ميتَة السوء

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه رجل لم يسم وروى أَبُو دَاوُد بعضه
tahqiqতাহকীক:তাহকীক চলমান