আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩০৮
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১৩০৮. হযরত হারিস আশআরী (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: আল্লাহ্ তা'আলা ইয়াহয়া ইবন যাকারিয়া (আ)-এর কাছে ওহী প্রেরণ করলেন, যেন তিনি নিজেও পাঁচটি কাজ করেন এবং বনী ইসরাঈলকেও এই পাঁচটি কাজ করতে নির্দেশ দেন। তারপর তিনি হাদীসটির উল্লেখ করে শেষে বললেনঃ এবং আমি তোমাদেরকে সাদকা করার আদেশ দিচ্ছি। আর সাদাকার উদাহরণ হল এরূপ যে, কোন ব্যক্তিকে শত্রুরা ধরে ফেলল এবং তার হাত ঘাড়ের সাথে বেঁধে ফেলল এবং তাকে হত্যা করার জন্য উদ্যত হল।. তখন লোকটি বলতে লাগল, আমি মুক্তিপণ দিয়ে তোমাদের হাত থেকে ছাড়া পেতে চাইলে তোমরা কি সম্মত হবে? এই বলে সে অল্প বিস্তর দিতে থাকল। অবশেষে সে নিজেকে মুক্ত করে ফেলল।
(হাদীসটি ইমাম তিরমিযী বর্ণনা করেছেন এবং একে সহীহ বলে সাব্যস্ত করেছেন। ইবন খুযায়মা, ইবন হিব্বান এবং হাকিমও হাদীসটি রিওয়ায়াত করেন। শব্দ ইব্ন খুযায়মার। হাকিম বলেন, হাদীসটি সহীহ এবং বুখারী-মুসলিমের শর্তের মাপকাঠিতে উত্তীর্ণ। পূর্ণ হাদীসটি 'সালাত' অধ্যায়ে এর আগেও এসেছে।)
(হাদীসটি ইমাম তিরমিযী বর্ণনা করেছেন এবং একে সহীহ বলে সাব্যস্ত করেছেন। ইবন খুযায়মা, ইবন হিব্বান এবং হাকিমও হাদীসটি রিওয়ায়াত করেন। শব্দ ইব্ন খুযায়মার। হাকিম বলেন, হাদীসটি সহীহ এবং বুখারী-মুসলিমের শর্তের মাপকাঠিতে উত্তীর্ণ। পূর্ণ হাদীসটি 'সালাত' অধ্যায়ে এর আগেও এসেছে।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1308 - وَعَن الْحَارِث الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله أوحى إِلَى يحيى بن زَكَرِيَّا عَلَيْهِمَا الصَّلَاة وَالسَّلَام بِخمْس كَلِمَات أَن يعْمل بِهن وَيَأْمُر بني إِسْرَائِيل أَن يعملوا بِهن فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ فِيهِ وآمركم بِالصَّدَقَةِ وَمثل ذَلِك كَمثل رجل أسره الْعَدو فَأوثقُوا يَده إِلَى عُنُقه وقربوه ليضربوا عُنُقه فَجعل يَقُول هَل لكم أَن أفدي نَفسِي مِنْكُم وَجعل يُعْطي الْقَلِيل وَالْكثير حَتَّى فدى نَفسه
الحَدِيث
رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ وَابْن خُزَيْمَة وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَتقدم بِتَمَامِهِ فِي الِالْتِفَات فِي الصَّلَاة
الحَدِيث
رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ وَابْن خُزَيْمَة وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَتقدم بِتَمَامِهِ فِي الِالْتِفَات فِي الصَّلَاة


বর্ণনাকারী: