আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩০৩
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১৩০৩. বায়হাকী বর্ণনা করেছেন। তাঁর বর্ণনার একটি ভাষ্য এরূপ : বর্ণনাকারী বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে জিজ্ঞেস করলাম, মানুষকে কিসে জাহান্নাম থেকে রক্ষা করবে? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান পোষণ। আমি বললাম, হে আল্লাহর নবী! ঈমানের সাথে কি কোন আমলও থাকবে? তিনি বললেন, আল্লাহ্ তোমাকে যাতে মালিকানা সত্ত্ব দান করেছেন, তা থেকে কিছুটা দান করবে আর আল্লাহ্ তোমাকে যে রিযক প্রদান করেছেন, তা থেকে সামান্য ব্যয় করবে। আমি বললাম, কেউ যদি এমন নিঃস্ব হয় যে, কিছুই দান করতে পারে না? তিনি বললেন, কল্যাণের নির্দেশ দেবে ও মন্দকাজ থেকে বারণ করবে। আমি বললাম, কেউ যদি কল্যাণের আদেশ ও মন্দকাজে বারণ করতে না পারে? তিনি বললেন, তাহলে অক্ষম ব্যক্তিকে সাহায্য করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! বলুনতো, সে যদি তাও ভালভাবে করতে না পারে? তিনি বললেন, তা হলে মযলূমের সাহায্য করবে। আমি বললাম, হে আল্লাহর নবী! বলুনতো সে যদি এমন দুর্বল হয় যে, মযলূমের সাহায্য করতেও সক্ষম না হয়? তিনি বললেন, তুমি তো তোমার ভাইয়ের জন্য কোন কল্যাণই অবশিষ্ট রাখতে চাও না। সে যেন নিজের অনিষ্ট থেকে মানুষদেরকে নিরাপদ রাখে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি বলুনতো কেউ যদি একাজগুলো করে, তাহলে কি এগুলো তাকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, কোন মু'মিন বান্দা যদি এসব সঞ্চণের কোন একটিরও অধিকারী হয়, তাহলে এটি তার হাত ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে।
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1303 - وروى الْبَيْهَقِيّ وَلَفظه فِي إِحْدَى رواياته قَالَ سَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَاذَا يُنجي العَبْد من النَّار قَالَ الْإِيمَان بِاللَّه
قلت يَا نَبِي الله مَعَ الْإِيمَان عمل قَالَ أَن ترضخ مِمَّا خولك الله وترضخ مِمَّا رزقك الله
قلت يَا نَبِي الله فَإِن كَانَ فَقِيرا لَا يجد مَا يرْضخ قَالَ يَأْمر بِالْمَعْرُوفِ وَينْهى عَن الْمُنكر
قلت إِن كَانَ لَا يَسْتَطِيع أَن يَأْمر بِالْمَعْرُوفِ وَلَا ينْهَى عَن الْمُنكر قَالَ فليعن الأخرق
قلت يَا رَسُول الله أَرَأَيْت إِن كَانَ لَا يحسن أَن يصنع قَالَ فليعن مَظْلُوما
قلت يَا نَبِي الله أَرَأَيْت إِن كَانَ ضَعِيفا لَا يَسْتَطِيع أَن يعين مَظْلُوما قَالَ مَا تُرِيدُ أَن تتْرك لصاحبك من خير ليمسك أَذَاهُ عَن النَّاس
قلت يَا رَسُول الله أَرَأَيْت إِن فعل هَذَا يدْخلهُ الْجنَّة قَالَ مَا من عبد مُؤمن يُصِيب خصْلَة من هَذِه الْخِصَال إِلَّا أخذت بِيَدِهِ حَتَّى تدخله الْجنَّة
قلت يَا نَبِي الله مَعَ الْإِيمَان عمل قَالَ أَن ترضخ مِمَّا خولك الله وترضخ مِمَّا رزقك الله
قلت يَا نَبِي الله فَإِن كَانَ فَقِيرا لَا يجد مَا يرْضخ قَالَ يَأْمر بِالْمَعْرُوفِ وَينْهى عَن الْمُنكر
قلت إِن كَانَ لَا يَسْتَطِيع أَن يَأْمر بِالْمَعْرُوفِ وَلَا ينْهَى عَن الْمُنكر قَالَ فليعن الأخرق
قلت يَا رَسُول الله أَرَأَيْت إِن كَانَ لَا يحسن أَن يصنع قَالَ فليعن مَظْلُوما
قلت يَا نَبِي الله أَرَأَيْت إِن كَانَ ضَعِيفا لَا يَسْتَطِيع أَن يعين مَظْلُوما قَالَ مَا تُرِيدُ أَن تتْرك لصاحبك من خير ليمسك أَذَاهُ عَن النَّاس
قلت يَا رَسُول الله أَرَأَيْت إِن فعل هَذَا يدْخلهُ الْجنَّة قَالَ مَا من عبد مُؤمن يُصِيب خصْلَة من هَذِه الْخِصَال إِلَّا أخذت بِيَدِهِ حَتَّى تدخله الْجنَّة
