আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩০২
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১৩০২. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! সালাতের ব্যাপারে আপনি কি বলেন? তিনি বললেন, পরিপূর্ণ আমল। আমি বললাম, তাহলে কি আমার দৃষ্টিতে উত্তম অথবা উৎকৃষ্ট আমলকে ছেড়ে দিলাম? তিনি বললেন: সেটা কী? আমি বললাম: সাওম। তিনি বললেন, ওটাও উত্তম আমল, তবে সালাতের তুল্য নয়। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! কোন দানটি? তিনি এর উত্তরে একটি শব্দ বললেন। আমি বললাম, যদি আমি এতে সক্ষম না হই? তিনি বললেন, প্রয়োজনের অতিরিক্ত খাদ্য সামগ্রী দান করবে। আমি বললাম, যদি তাও না করি? তিনি বললেন, একটি খেজুর দানার অর্ধাংশই দান করবে। আমি বললাম, তাও যদি না করি? তিনি বললেন, উত্তম বাক্য ব্যবহার করবে। আমি বললাম, যদি তাও না করি? তিনি বললেন, মানুষের অনিষ্ট সাধন থেকে বিরত থাকবে। কেননা এটিও একটি সাদকা। যা নিজের কল্যাণে তুমি করে যাচ্ছ। আমি বললাম, যদি তাও না করি? তিনি বললেন, তুমি কি নিজের মধ্যে কোন প্রকার কল্যাণই অবশিষ্ট রাখতে চাও না হে?
(হাদীসটি ইমাম বাযযার বর্ণনা করেছেন। উদ্ধৃত শব্দসমূহ তাঁরই। ইব্‌ন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে আরও বিস্তারিতভাবে এটি বর্ণনা করেছেন। হাকিমও এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। তাঁর বর্ণিত শব্দসমূহ আল্লাহ চাহে সামনে আসবে।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1302 - وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله مَا تَقول فِي الصَّلَاة قَالَ تَمام الْعَمَل
قلت يَا رَسُول الله تركت أفضل عمل فِي نَفسِي أَو خَيره قَالَ مَا هُوَ قلت الصَّوْم
قَالَ خير وَلَيْسَ هُنَاكَ
قلت يَا رَسُول الله وَأي الصَّدَقَة وَذكر كلمة
قلت فَإِن لم أقدر قَالَ بِفضل طَعَامك
قلت فَإِن لم أفعل قَالَ بشق تَمْرَة
قلت فَإِن لم أفعل قَالَ بِكَلِمَة طيبَة
قلت فَإِن لم أفعل قَالَ دع النَّاس من الشَّرّ فَإِنَّهَا صَدَقَة تصدق بهَا على نَفسك
قلت فَإِن لم أفعل قَالَ تُرِيدُ أَن لَا تدع فِيك من الْخَيْر شَيْئا

رَوَاهُ الْبَزَّار وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه أطول مِنْهُ بِنَحْوِهِ وَالْحَاكِم وَيَأْتِي لَفظه إِن شَاءَ الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩০২ | মুসলিম বাংলা