আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৭৭
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৭৭. হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ্ (সা) একবার আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন ও বললেন: হে লোক সকল! তোমরা মৃত্যুর পূর্বে আল্লাহর নিকট তাওবা করে নাও। ব্যস্ততার পূর্বে সৎকর্মটি করে নাও। অধিক পরিমাণে যিকর এবং গোপনে ও প্রকাশ্যে দান করে তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সম্পর্ক মযবূত কর। (ফলশ্রুতিতে) তোমাদেরকে রিযক প্রদান করা হবে, তোমরা সাহায্যপ্রাপ্ত হবে ও দু'আ কবুল করে তোমাদের ক্ষতিপূরণ করে দেয়া হবে।
(ইব্‌ন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন, যা জুমুআ অধ্যায়ে ইতিপূর্বেও এসেছে।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1277 - وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا أَيهَا النَّاس تُوبُوا إِلَى الله قبل أَن تَمُوتُوا وَبَادرُوا بِالْأَعْمَالِ الصَّالِحَة قبل أَن تشْغَلُوا وصلوا الَّذِي بَيْنكُم وَبَين ربكُم بِكَثْرَة ذكركُمْ لَهُ وَكَثْرَة الصَّدَقَة فِي السِّرّ وَالْعَلَانِيَة تُرْزَقُوا وَتنصرُوا وَتجبرُوا

رَوَاهُ ابْن مَاجَه فِي حَدِيث تقدم فِي الْجُمُعَة
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৭৭ | মুসলিম বাংলা