আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৫৫
সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৫৫. হযরত আতা ইবন ইয়াসির (রা) হতে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (সা) তাকে কিছু দান করার জন্য উমর ইবন খাত্তাব (রা)-এর কাছে প্রেরণ করেন। উমর (রা) তাকে ফিরিয়ে দেন। তখন রাসূলুল্লাহ (সা) তাঁকে জিজ্ঞেস করেন: কেন ফেরত দিলে? তিনি রাসূলুল্লাহ (সা) কে জিজ্ঞাসা করলেন: ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আমাদের এই মর্মে হাদীস বলেন নি যে, কারো কাছে কিছু না চাওয়াই আমাদের জন্য উত্তম? রাসূলুল্লাহ বললেন: অবশ্যই, তা বলা হয়েছে ভিক্ষাবৃত্তিতে বাড়াবাড়ির ব্যাপারে। কাজেই কাউকে যদি চাওয়া ব্যতিরেকে কিছু দেওয়া হয়, তা তাতো তারই রিযিক। বস্তুত আল্লাহ তা'আলা তার জন্য তা নির্ধারণ করে রেখেছেন। উমর (রা) বললেন: সাবধান! যাঁর হাতে আমার জীবন সমর্পিত, তাঁর শপথ! আমি কারো কাছে কিছু চাব না এবং বিনা চাওয়ায় আমার কাছে যা আসে, তাই কেবল গ্রহণ করব।
(ইমাম মালিক (র) এরূপ বর্ণনা করেন। ইমাম বায়হাকী (র) যায়দ ইবন আসলাম থেকে তাঁর পিতার সূত্রে এরূপ বর্ণনা করেন যে, তিনি বলেন, "আমি উমর ইবনুল খাত্তাব (রা) কে বলতে শুনেছি.......।" এরপর তিনি অনুরূপ বর্ণনা করেন।)
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1255 - وَعَن عَطاء بن يسَار رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أرسل إِلَى عمر بن الْخطاب رَضِي الله عَنهُ بعطاء فَرده عمر فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لم رَددته فَقَالَ يَا رَسُول الله أَلَيْسَ أخبرتنا أَن خيرا لاحدنا أَن لَا يَأْخُذ من أحد شَيْئا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّمَا ذَلِك عَن الْمَسْأَلَة فَأَما مَا كَانَ عَن غير مَسْأَلَة فَإِنَّمَا هُوَ رزق يرزقكه الله فَقَالَ عمر رَضِي الله عَنهُ أما وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَا أسأَل أحدا شَيْئا وَلَا يأتيني شَيْء من غير مَسْأَلَة إِلَّا أَخَذته

رَوَاهُ مَالك هَكَذَا مُرْسلا
رَوَاهُ الْبَيْهَقِيّ عَن زيد بن أسلم عَن أَبِيه
قَالَ سَمِعت عمر بن الْخطاب رَضِي الله عَنهُ يَقُول فَذكر بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৫৫ | মুসলিম বাংলা