আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২৪৭
দাতার অসন্তুষ্ট চিত্তের দান গ্রহণের প্রতি ভীতি প্রদর্শন
১২৪৭. হযরত আয়েশা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: এই ধন-সম্পদ অবশ্যই আকর্ষণীয় এবং সুমিষ্ট। আমরা যাকে কোন বস্তু অথবা তিনি বলেছেন: উত্তম খাদ্য সন্তুষ্টচিত্তে দান করি, লোভমুক্ত মন নিয়ে, তাতে বরকত দেওয়া হয়। আর আমরা যাকে অসন্তুষ্ট চিত্তে লোভনীয় অবস্থায় কোন বস্তু অথবা তিনি বলেছেন: উত্তম খাদ্য দান করি, তাতে বরকত দেওয়া হয় না।
(ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থ, আহমদ ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বান সূত্রে হাদীসের দ্বিতীয় অংশ উত্তম সনদে বর্ণিত।)
(ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থ, আহমদ ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বান সূত্রে হাদীসের দ্বিতীয় অংশ উত্তম সনদে বর্ণিত।)
التَّرْهِيب من أَخذ مَا دفع من غير طيب نفس الْمُعْطِي
1247 - عَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن هَذَا المَال خضرَة حلوة فَمن أعطيناه مِنْهَا شَيْئا بِطيب نفس منا وَحسن طعمة مِنْهُ من غير شَره نفس بورك لَهُ فِيهِ وَمن أعطيناه مِنْهَا شَيْئا بِغَيْر طيب نفس منا وَحسن طعمة مِنْهُ وشره نفس كَانَ غير مبارك لَهُ فِيهِ
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وروى أَحْمد وَالْبَزَّار مِنْهُ الشّطْر الْأَخير بِنَحْوِهِ بِإِسْنَاد حسن
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وروى أَحْمد وَالْبَزَّار مِنْهُ الشّطْر الْأَخير بِنَحْوِهِ بِإِسْنَاد حسن
