আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৪৬
ক্ষুধার্ত অথবা অভাবী ব্যক্তির আল্লাহর কাছে চাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২৪৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি ক্ষুধার্ত অথবা তিনি বলেছেন: যে ব্যক্তির খাবার প্রযোজনীয়তা থাকা সত্ত্বেও লোকের কাছে তা গোপন রাখে, তার এক বছরের হালাল খানার ব্যবস্থা করা আল্লাহর দায়িত্বে চলে যায়।
(তাবারানী 'সগীর' ও 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
ترغيب من نزلت بِهِ
فاقة أَو حَاجَة أَن ينزلها بِاللَّه تَعَالَى
1246 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من جَاع أَو احْتَاجَ فكتمه النَّاس وأفضى بِهِ إِلَى الله تَعَالَى كَانَ حَقًا على الله أَن يفتح لَهُ قوت سنة من حَلَال

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৪৬ | মুসলিম বাংলা