আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২০১
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২০১. হযরত মাসউদ ইবন আমর (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। একদা নবী (সা) এর কাছে এক ব্যক্তির জানাযা উপস্থিত করা হলে তিনি বললেন: সে কী পরিমাণ সম্পদ রেখে গেছে? তারা বলল: দুই দীনার অথবা তিন দীনার। তিনি বললেনঃ সে লোহার দুটি পাত্র অথবা তিনটি পাত্র রেখে গেছে। আমি আবূ বকর (রা)-এর মুক্তদাস আবদুল্লাহ ইবন কাসিম (রা)-এর সাথে সাক্ষাত করে ঘটনাটি বর্ণনা করলাম। তিনি তাকে বললেন: এতো ঐ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যে সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে মানুষের কাছে ভিক্ষা করে।
(বায়হাকী (র) ইয়াহইয়া ইবন আবদুল হামীদ হামানী সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
(বায়হাকী (র) ইয়াহইয়া ইবন আবদুল হামীদ হামানী সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1201 - وَعَن مَسْعُود بن عَمْرو رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه أُتِي بِرَجُل يُصَلِّي عَلَيْهِ فَقَالَ كم ترك قَالُوا دينارين أَو ثَلَاثَة
قَالَ ترك كيتين أَو ثَلَاث كيات فَلَقِيت عبد الله بن الْقَاسِم مولى أبي بكر فَذكرت ذَلِك لَهُ فَقَالَ لَهُ ذَاك رجل كَانَ يسْأَل النَّاس تكثرا
رَوَاهُ الْبَيْهَقِيّ من رِوَايَة يحيى بن عبد الحميد الْحمانِي
قَالَ ترك كيتين أَو ثَلَاث كيات فَلَقِيت عبد الله بن الْقَاسِم مولى أبي بكر فَذكرت ذَلِك لَهُ فَقَالَ لَهُ ذَاك رجل كَانَ يسْأَل النَّاس تكثرا
رَوَاهُ الْبَيْهَقِيّ من رِوَايَة يحيى بن عبد الحميد الْحمانِي
