আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৯৯
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১১৯৯. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: যে ব্যক্তি নিষ্প্রয়োজনে ভিক্ষাবৃত্তি অবলম্বন করবে, সে কিয়ামতের দিন তার অন্যায়ের চিহ্ন নিয়ে উপস্থিত হবে।
(আহমদ, রাযযার ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। তবে আহমদের বর্ণনায় হাদীসটি সহীহ হওয়ার কাছাকাছি।)
(আহমদ, রাযযার ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। তবে আহমদের বর্ণনায় হাদীসটি সহীহ হওয়ার কাছাকাছি।)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1199 - وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من سَأَلَ مَسْأَلَة وَهُوَ عَنْهَا غَنِي كَانَت شَيْئا فِي وَجهه يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ ورواة أَحْمد مُحْتَج بهم فِي الصَّحِيح
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ ورواة أَحْمد مُحْتَج بهم فِي الصَّحِيح


বর্ণনাকারী: