আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৪২
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৪২. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: নিশ্চয়ই যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার সম্পদগুলো মাথায় টাকপড়া, মাথায় দুটি তিলক বিশিষ্ট বিষধর সাপের পরিণত হবে। অতঃপর তাকে আক্রমণ করবে বা আঘাত করবে এবং বলতে থাকবে, আমি তোমার সেই সঞ্চিত সম্পদরাশি, আমি তোমার সেই সঞ্চিত ধনরাশি।
(হাদীসটি সহীহ সনদে নাসাঈ শরীফে বর্ণিত হয়েছে।)
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1142 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الَّذِي لَا يُؤَدِّي زَكَاة مَاله يخيل إِلَيْهِ مَاله يَوْم الْقِيَامَة شجاعا أَقرع لَهُ زَبِيبَتَانِ قَالَ فَيلْزمهُ أَو يطوقه يَقُول أَنا كَنْزك
أَنا كَنْزك

رَوَاهُ النَّسَائِيّ بِإِسْنَاد صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৪২ | মুসলিম বাংলা