আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৩৬
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৩৬. মাসরূক (র) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবদুল্লাহ (রা) বলেছেন: জেনে শুনে সুদখোর, সুদদাতা, এর দু'জন সাক্ষী, এর দু'জন লেখক, সৌন্দর্যের জন্য উল্কী অংকনকারী এবং যে অংকন করায়, যাকাতদানে প্রতারণাকারী, হিজরতের পর কাফিররূপে প্রত্যাবর্তনকারী প্রমুখ ব্যক্তিগণ কিয়ামত পর্যন্ত মুহাম্মদ -এর যবানীতে অভিশপ্ত।
(ইবন খুযায়মা নিজ শব্দযোগে 'সহীহ' গ্রন্থে এবং আহমদ, আবু ইয়ালা, ইবন হিব্বান হারিস ইবন আওয়ার সূত্রে হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1136 - وَعَن مَسْرُوق رَضِي الله عَنهُ قَالَ قَالَ عبد الله آكل الرِّبَا وموكله وشاهداه إِذا علماه والواشمة والمؤتشمة ولاوي الصَّدَقَة وَالْمُرْتَدّ أَعْرَابِيًا بعد الْهِجْرَة ملعونون على لِسَان مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم يَوْم الْقِيَامَة

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه عَن الْحَارِث الْأَعْوَر عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ
لاوي الصَّدَقَة هُوَ المماطل بهَا الْمُمْتَنع من أَدَائِهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৩৬ | মুসলিম বাংলা