আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৩৫
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৩৫. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: সাধ্যানুসারে দরিদ্র লোকদের দরিদ্রতা দূরীকরণ, ক্ষুধার্তকে অন্নদান এবং বস্ত্রহীনকে বস্ত্রের সংস্থান করার জন্য আল্লাহ তা'আলা বিত্তবান মুসলমানদের উপর যাকাত ফরয করেছেন। সাবধান! আল্লাহ তাদের কঠোর হিসাব নেবেন এবং মর্মন্তুদ শাস্তি দেবেন।
(তাবারানীর 'আওসাত' ও 'সগীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীস সাবিত ইবন মুহাম্মদ একা বর্ণনা করেছেন।)
[হাফিয মুনযিরী (র) বলেন:] সাবিত বিশ্বস্ত ও সত্যবাদী। বুখারী ও অন্যান্য রাবীগণ তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন, অন্য বর্ণনাকারীগণ ত্রুটিমুক্ত। বুখারী আলী (রা) থেকে মাওকুফ সনদে এটি বর্ণনা করেন। আর এটা সামঞ্জস্যপূর্ণ
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1135 - وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله فرض على أَغْنِيَاء الْمُسلمين فِي أَمْوَالهم بِقدر الَّذِي يسع فقراءهم وَلنْ يجْهد الْفُقَرَاء إِذا جَاعُوا وعروا إِلَّا بِمَا يصنع أغنياؤهم أَلا وَإِن الله يحاسبهم حسابا شَدِيدا ويعذبهم عذَابا أَلِيمًا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَقَالَ تفرد بِهِ ثَابت بن مُحَمَّد الزَّاهِد
قَالَ الْحَافِظ وثابت ثِقَة صَدُوق روى عَنهُ البُخَارِيّ وَغَيره وَبَقِيَّة رُوَاته لَا بَأْس بهم وَرُوِيَ مَوْقُوفا على عَليّ رَضِي الله عَنهُ وَهُوَ أشبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৩৫ | মুসলিম বাংলা