আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৩০
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১৩০. হযরত যির ইবন হুবায়শ (রা) থেকে বর্ণিত। হযরত ইবন মাসউদ (রা)-এর কাছে তাঁর গোলাম কুরআন তিলাওয়াত করছিল। এমন সময় হাযরামা নামে এক ব্যক্তি এসে এসে বলল: হে আবু আবদুর রহমান! ইসলামে কোন্ জিনিসের মর্যাদা সর্বোত্তম? তিনি বললেন: সালাত। সে বলল: তারপর কোনটি? তিনি বললেন: যাকাত।
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন।)
[গ্রন্থকার বলেন]: উক্ত অধ্যায়ের অন্তর্ভুক্ত অনেকগুলো হাদীস 'সালাত অধ্যায়ে' বর্ণিত হয়েছে। অপরাপর হাদীসগুলোও সাওম এবং হজ্জ অধ্যায়ে ইন্‌শাআল্লাহ বর্ণিত হবে।
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1130 - وَعَن زر بن حُبَيْش أَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ كَانَ عِنْده غُلَام يقْرَأ فِي الْمُصحف وَعِنْده أَصْحَابه فجَاء رجل يُقَال لَهُ حضرمة فَقَالَ يَا أَبَا عبد الرَّحْمَن أَي دَرَجَات الْإِسْلَام أفضل قَالَ الصَّلَاة
قَالَ ثمَّ أَي قَالَ الزَّكَاة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ
قَالَ المملي وَتقدم فِي كتاب الصَّلَاة أَحَادِيث تدل لهَذَا الْبَاب وَتَأْتِي أَحَادِيث أخر فِي كتاب الصَّوْم وَالْحج إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান