আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৬৩
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আর দিনে গোসল করার প্রতি অনুপ্রেরণা
১০৬৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আজকের দিন আল্লাহর নিকট মুসলমানদের ঈদের দিন। কাজেই যে ব্যক্তি জুমু'আর সালাত আদায় করতে আসে, সে যেন গোসল করে নেয়। যদি তার কাছে সুগন্ধি থাকে, তাহলে সে যেন সুগন্ধি লাগায় এবং তোমরা অবশ্যই মিসওয়াক
করবে।
(ইবন মাজাহ হাসান সনদে হাদীসটি বর্ণনা করেন। অচিরেই উক্ত অনুচ্ছেদের বর্ণিত কিছু হাদীস সামনে আসবে ইনশা আল্লাহ। সকাল সকাল (যথাসময়ে) জুমু'আর সালাতে উপস্থিত হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি বিনা ওযরে বিলম্বে আসে, তার বর্ণনা।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي الْغسْل يَوْم الْجُمُعَة
1063 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن هَذَا يَوْم عيد جعله الله للْمُسلمين فَمن جَاءَ الْجُمُعَة فليغتسل وَإِن كَانَ عِنْده طيب فليمس مِنْهُ وَعَلَيْكُم بِالسِّوَاكِ

رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن وَسَتَأْتِي أَحَادِيث تدل لهَذَا الْبَاب فِيمَا يَأْتِي من الْأَبْوَاب إِن شَاءَ الله تَعَالَى