আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৬২
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আর দিনে গোসল করার প্রতি অনুপ্রেরণা
১০৬২. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: প্রত্যেক সাবালক ব্যক্তির উপর জুমু'আর দিন গোসল করা ও মিসওয়াক করা কর্তব্য এবং তোমরা সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করবে।
(মুসলিম ও অপরাপর গ্রন্থ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي الْغسْل يَوْم الْجُمُعَة
1062 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ غسل يَوْم الْجُمُعَة وَاجِب على كل محتلم وَسوَاك ويمس من الطّيب مَا قدر عَلَيْهِ

رَوَاهُ مُسلم وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান