আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ১০২৪
অধ্যায়ঃ নফল
সালাতুল হাজাত ও তাতে দু'আর অনুপ্রেরণা
১০২৪. হযরত আবদুল্লাহ ইবন আবূ আওফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আল্লাহর নিকট যদি কারো কিছুর প্রয়োজন হয়, অথবা তিনি বলেন: বনী আদমের যদি কারো কাছে কিছু প্রয়োজন হয়, তবে সে যেন উত্তমরূপে উযূ করে দুই রাক'আত সালাত আদায় করে। এরপর আল্লাহর প্রশংসা করে এবং আমার প্রতি দরূদ পাঠ করে সে যেন এরূপ বলেঃ
لَا إِلَه إِلَّا الله الْحَلِيم الْكَرِيم سُبْحَانَ الله رب الْعَرْش الْعَظِيم الْحَمد لله رب الْعَالمين أَسأَلك مُوجبَات رحمتك وعزائم مغفرتك وَالْغنيمَة من كل بر والسلامة من كل إِثْم لَا تدع لي ذَنبا إِلَّا غفرته وَلَا هما إِلَّا فرجته وَلَا حَاجَة هِيَ لَك رضَا إِلَّا قضيتها يَا أرْحم الرَّاحِمِينَ
"আল্লাহ ব্যতীত কোন আর ইলাহ নেই, যিনি সহনশীল ও পরম দয়ালু। আল্লাহর জন্য পবিত্রতা, যিনি মহান আরশের রব। আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, যিনি সারা জাহানের প্রতিপালক। হে আল্লাহ! আমি তোমার অবধারিত রহমতের, তোমার সুদৃঢ় ক্ষমার, প্রত্যেক নেকীর প্রতিদানের, প্রত্যেক অপরাধ থেকে হিফাযতের প্রার্থনা করছি। হে আল্লাহ! তুমি আমার যাবতীয় অপরাধ ক্ষমা করে দাও, আমাকে যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দাও, তোমার সন্তুষ্টি আছে এ জাতীয় প্রয়োজন পূরণ করে দাও, ইয়া আরহামার রাহিমীন।"
(তিরমিযী ইবন মাজাহ ও উভয়ে ফায়েদ ইবন আবদুর রহমান ইবন আবূ ওয়ারকা হতে হাদীসটি বর্ণনা করেন। ইবন মাজাহ-এর বর্ণনায় يَا أرْحم الرَّاحِمِينَ বাক্যের পরে রয়েছেঃ "সে ইহ-পারলৌকিক ব্যাপারে আল্লাহর নিকট ইচ্ছামত প্রার্থনা করবে।" কেননা তা অবধারিত হবে। হাকিম সংক্ষেপে বর্ণনা করে, বলেন: আমি এখানে শাহেদ (شَاهد) রূপে বর্ণনা করলাম। ফায়েদ হাদীস বর্ণনার ক্ষেত্রে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি। হাকিমের বর্ণনায় আরো আছেঃ
وعزائم مغفرتك والعصمة من كل ذنب
[হাফিয মুনযিরী (র) বলেন:] বর্ণনাকারী ফায়েদ পরিত্যক্ত। তবে তাঁর থেকে নির্ভরযোগ্য মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন । ইবন আদী বলেন, ফায়েদ দুর্বল হলেও মুহাদ্দিসগণ তাঁর থেকে হাদীস লিখে রাখতেন।
لَا إِلَه إِلَّا الله الْحَلِيم الْكَرِيم سُبْحَانَ الله رب الْعَرْش الْعَظِيم الْحَمد لله رب الْعَالمين أَسأَلك مُوجبَات رحمتك وعزائم مغفرتك وَالْغنيمَة من كل بر والسلامة من كل إِثْم لَا تدع لي ذَنبا إِلَّا غفرته وَلَا هما إِلَّا فرجته وَلَا حَاجَة هِيَ لَك رضَا إِلَّا قضيتها يَا أرْحم الرَّاحِمِينَ
"আল্লাহ ব্যতীত কোন আর ইলাহ নেই, যিনি সহনশীল ও পরম দয়ালু। আল্লাহর জন্য পবিত্রতা, যিনি মহান আরশের রব। আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, যিনি সারা জাহানের প্রতিপালক। হে আল্লাহ! আমি তোমার অবধারিত রহমতের, তোমার সুদৃঢ় ক্ষমার, প্রত্যেক নেকীর প্রতিদানের, প্রত্যেক অপরাধ থেকে হিফাযতের প্রার্থনা করছি। হে আল্লাহ! তুমি আমার যাবতীয় অপরাধ ক্ষমা করে দাও, আমাকে যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দাও, তোমার সন্তুষ্টি আছে এ জাতীয় প্রয়োজন পূরণ করে দাও, ইয়া আরহামার রাহিমীন।"
(তিরমিযী ইবন মাজাহ ও উভয়ে ফায়েদ ইবন আবদুর রহমান ইবন আবূ ওয়ারকা হতে হাদীসটি বর্ণনা করেন। ইবন মাজাহ-এর বর্ণনায় يَا أرْحم الرَّاحِمِينَ বাক্যের পরে রয়েছেঃ "সে ইহ-পারলৌকিক ব্যাপারে আল্লাহর নিকট ইচ্ছামত প্রার্থনা করবে।" কেননা তা অবধারিত হবে। হাকিম সংক্ষেপে বর্ণনা করে, বলেন: আমি এখানে শাহেদ (شَاهد) রূপে বর্ণনা করলাম। ফায়েদ হাদীস বর্ণনার ক্ষেত্রে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি। হাকিমের বর্ণনায় আরো আছেঃ
وعزائم مغفرتك والعصمة من كل ذنب
[হাফিয মুনযিরী (র) বলেন:] বর্ণনাকারী ফায়েদ পরিত্যক্ত। তবে তাঁর থেকে নির্ভরযোগ্য মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন । ইবন আদী বলেন, ফায়েদ দুর্বল হলেও মুহাদ্দিসগণ তাঁর থেকে হাদীস লিখে রাখতেন।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الْحَاجة ودعائها
1024 - وَعَن عبد الله بن أبي أوفى رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كَانَت لَهُ إِلَى الله حَاجَة أَو إِلَى أحد من بني آدم فَليَتَوَضَّأ وليحسن الْوضُوء وَليصل رَكْعَتَيْنِ ثمَّ ليثن على الله وَليصل على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم ثمَّ ليقل لَا إِلَه إِلَّا الله الْحَلِيم الْكَرِيم سُبْحَانَ الله رب الْعَرْش الْعَظِيم الْحَمد لله رب الْعَالمين أَسأَلك مُوجبَات رحمتك وعزائم مغفرتك وَالْغنيمَة من كل بر والسلامة من كل إِثْم لَا تدع لي ذَنبا إِلَّا غفرته وَلَا هما إِلَّا فرجته وَلَا حَاجَة هِيَ لَك رضَا إِلَّا قضيتها يَا أرْحم الرَّاحِمِينَ
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه كِلَاهُمَا من رِوَايَة فَايِد بن عبد الرَّحْمَن بن أبي الورقاء عَنهُ وَزَاد ابْن مَاجَه بعد قَوْله
يَا أرْحم الرَّاحِمِينَ ثمَّ يسْأَل من أَمر الدُّنْيَا وَالْآخِرَة مَا شَاءَ فَإِنَّهُ يقدر
وَرَوَاهُ الْحَاكِم بِاخْتِصَار ثمَّ قَالَ أخرجته شَاهدا وفايد مُسْتَقِيم الحَدِيث وَزَاد بعد قَوْله وعزائم مغفرتك والعصمة من كل ذَنْب
قَالَ الْحَافِظ فَايِد مَتْرُوك روى عَنهُ الثِّقَات وَقَالَ ابْن عدي مَعَ ضعفه يكْتب حَدِيثه
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه كِلَاهُمَا من رِوَايَة فَايِد بن عبد الرَّحْمَن بن أبي الورقاء عَنهُ وَزَاد ابْن مَاجَه بعد قَوْله
يَا أرْحم الرَّاحِمِينَ ثمَّ يسْأَل من أَمر الدُّنْيَا وَالْآخِرَة مَا شَاءَ فَإِنَّهُ يقدر
وَرَوَاهُ الْحَاكِم بِاخْتِصَار ثمَّ قَالَ أخرجته شَاهدا وفايد مُسْتَقِيم الحَدِيث وَزَاد بعد قَوْله وعزائم مغفرتك والعصمة من كل ذَنْب
قَالَ الْحَافِظ فَايِد مَتْرُوك روى عَنهُ الثِّقَات وَقَالَ ابْن عدي مَعَ ضعفه يكْتب حَدِيثه