আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ১০০১
অধ্যায়ঃ নফল
সালাতুদ-দুহা (চাশতের সালাত) আদায়ের প্রতি অনুপ্রেরণা
১০০১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি চাশতের দুই রাক'আত সালাত আদায় করবে, তার গুনাহসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনাপুঞ্জ সমান হয়।
(ইবন মাজাহ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি আরো অনেকে ইমাম নাহহাস ইবন কাহম থেকে বর্ণনা করেন। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বিনা সনদে হাদীসটি বর্ণনা করেছেন বলে তাঁর দিকে ইঙ্গিত করা হয়েছে।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الضُّحَى
1001 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حَافظ على شُفْعَة الضُّحَى غفرت لَهُ ذنُوبه وَإِن كَانَت مثل زبد الْبَحْر

رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ وَقد روى غير وَاحِد من الْأَئِمَّة هَذَا الحَدِيث عَن نهاس بن قهم انْتهى وَأَشَارَ إِلَيْهِ ابْن خُزَيْمَة فِي صَحِيحه بِغَيْر إِسْنَاد
شُفْعَة الضُّحَى بِضَم الشين الْمُعْجَمَة وَقد تفتح أَي رَكعَتَا الضُّحَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান