আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ১০০০
অধ্যায়ঃ নফল
সালাতুদ-দুহা (চাশতের সালাত) আদায়ের প্রতি অনুপ্রেরণা
১০০০. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: মানুষের শরীরে তিনশ ষাটটি জোড়া রয়েছে। কাজেই তার প্রত্যেক জোড়ার জন্য একটি করে সদকা আদায় করা আবশ্যক। তারা (সাহাবায়ে কিরাম) বলল: ইয়া রাসূলাল্লাহ! কার এ সামর্থ্য আছে? তিনি বললেনঃ মসজিদে থুথু দেখলে তা মুছে ফেলবে এবং পথের কষ্টদায়ক বস্তু সরিয়ে দেবে। যদি তুমি তা করতে সক্ষম না হও, তাহলে দুই রাকা'আত চাশতের সালাত তোমার পক্ষ থেকে যথেষ্ট হবে।
(আহমদ নিজ শব্দযোগে, আবু দাউদ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الضُّحَى
1000 - وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول فِي الْإِنْسَان سِتُّونَ وثلثمائة مفصل فَعَلَيهِ أَن يتَصَدَّق عَن كل مفصل مِنْهَا صَدَقَة
قَالُوا فَمن يُطيق ذَلِك يَا رَسُول الله قَالَ النخاعة فِي الْمَسْجِد تدفنها وَالشَّيْء تنحيه عَن الطَّرِيق فَإِن لم تقدر فركعتا الضُّحَى تجزىء عَنْك

رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: