আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৯৬
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৯৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন। দুইজন আমল রক্ষক (ফিরিশতা) রাতে এবং দিনে আমল নিয়ে আল্লাহর অভিমুখে যাত্রা করেন। আল্লাহ তার (দিনের এবং রাতের আমল) শুরু থেকে শেষ পর্যন্ত উত্তমই পান এবং তিনি ফিরিশতাদের বলেনঃ তোমরা সাক্ষী থেক। আমি এই আমলের মধ্যবর্তী সময়ে আমার বান্দার গুনাহ ক্ষমা করে দিলাম।
(তিরমিযী এবং বায়হাকী তামাম ইবন নাজীহ থেকে, তিনি হাসান সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
(তিরমিযী এবং বায়হাকী তামাম ইবন নাজীহ থেকে, তিনি হাসান সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
996 - وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من حافظين يرفعان إِلَى الله عز وَجل مَا حفظا من ليل أَو نَهَار فيجد الله فِي أول الصَّحِيفَة وَفِي آخرهَا خيرا إِلَّا قَالَ للْمَلَائكَة أشهدكم أَنِّي قد غفرت لعبدي مَا بَين طرفِي الصَّحِيفَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْبَيْهَقِيّ من رِوَايَة تَمام بن نجيح عَن الْحسن عَنهُ
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْبَيْهَقِيّ من رِوَايَة تَمام بن نجيح عَن الْحسن عَنهُ