আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৪৮
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৪৮. হযরত ফুযালা ইবন উবায়দ ও তামীম দারী (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি রাতে দশ আয়াত তিলাওয়াত করবে, তাকে 'কিনতার' দেওয়া হবে। কিনতার হল পৃথিবীর ও তন্মধ্যস্থ বন্ধু থেকে উত্তম। কিয়ামতের দিন তোমার রব বলবেন: প্রত্যেক পাতা থেকে কুরআনের আয়াত তিলাওয়াত কর, এর জন্য রয়েছে মর্যাদা। এমন কি সে শেষ আয়াত পর্যন্ত তিলাওয়াত করবে। আল্লাহ তাঁর বান্দার উদ্দেশ্যে বলবেন: তিলাওয়াত বন্ধ কর। বান্দা বলবেঃ হে আমার রব! আপনি তো সর্বাধিক জ্ঞাত। তিনি বলবেনঃ এই চিরস্থায়ী বাসস্থান এবং এই চিরস্থায়ী নি'আমত গ্রহণ কর।
(তাবারানী 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেন। ইসমাঈল ইবন আয়্যাশ একজন সিরীয় মুহাদ্দিস। তাঁর বর্ণনা অধিকাংশের নিকট গ্রহণীয়।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
948 - وَعَن فضَالة بن عبيد وَتَمِيم الدَّارِيّ رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَرَأَ عشر آيَات فِي لَيْلَة كتب لَهُ قِنْطَار وَالْقِنْطَار خير من الدُّنْيَا وَمَا فِيهَا فَإِذا كَانَ يَوْم الْقِيَامَة يَقُول رَبك عز وَجل اقْرَأ وارق بِكُل آيَة دَرَجَة حَتَّى يَنْتَهِي إِلَى آخر آيَة مَعَه يَقُول الله عز وَجل للْعَبد اقبض فَيَقُول العَبْد بِيَدِهِ يَا رب أَنْت أعلم يَقُول بِهَذِهِ الْخلد وبهذه النَّعيم

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط بِإِسْنَاد حسن وَفِيه إِسْمَاعِيل بن عَيَّاش عَن الشاميين وَرِوَايَته عَنْهُم مَقْبُولَة عِنْد الْأَكْثَرين
tahqiqতাহকীক:তাহকীক চলমান