আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৪৭
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৪৭. হযরত ইয়াযীদ ইবন আখনাস (রা) থেকে বর্ণিত, যিনি রাসূলুল্লাহ (সা) এর সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ (সা) বলেছেন। দুটো বিষয় ব্যতীত প্রতিযোগিতা করা যায় না। এক ব্যক্তিকে আল্লাহ তা'আলা কুরআনী ইলম দান করেছেন এবং সে দিনরাত তা (সালাতে) তিলাওয়াত করে। এক ব্যক্তি বলছে, অমুক ব্যক্তিকে আল্লাহ তা'আলা যা দান করেছেন, তা যদি আমাকে দান করতেন, তাহলে সে যেভাবে কিয়ামুল-লায়ল করছে, আমি তা তদ্রুপ করতাম। আরেক ব্যক্তিকে আল্লাহ তা'আলা বিপুল ধন-সম্পদ দান করেছেন, আর সে তা থেকে দান-সদকা করছে। এক ব্যক্তিও পূর্বোক্ত কথা বলছে।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এ হাদীসের রাবীগণ বিশ্বস্ত ও প্রসিদ্ধ। আবু ইয়ালা হযরত আবু সাঈদ (রা) হতে অনুরূপ শব্দে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
947 - وَعَن يزِيد بن الْأَخْنَس وَكَانَت لَهُ صُحْبَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تنافس إِلَّا فِي اثْنَتَيْنِ رجل أعطَاهُ الله قُرْآنًا فَهُوَ يقوم بِهِ آنَاء اللَّيْل وَالنَّهَار فَيَقُول رجل لَو أَن الله أَعْطَانِي مَا أعْطى فلَانا فأقوم بِهِ كَمَا يقوم وَرجل أعطَاهُ الله مَالا فَهُوَ ينْفق مِنْهُ وَيتَصَدَّق فَيَقُول رجل مثل ذَلِك

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات مَشْهُورُونَ وَرَوَاهُ أَبُو يعلى من حَدِيث أبي سعيد نَحوه بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান