আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯১৬
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯১৬. হযরত আসমা বিনত ইয়াযীদ (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ কিয়ামতের দিন। মানুষকে একটি সমতল ভূখণ্ডে একত্র করা হবে। একজন আহ্বানকারী তখন ডেকে বলবেঃ ঐ সমস্ত লোক কোথায়, যারা তাদের শরীর বিছানা থেকে পৃথক রাখত। তারা সালাত আদায় করত, তবে তাদের সংখ্যা হবে খুবই নগণ্য। তারা বিনা-হিসাবে জান্নাতে প্রবেশ করবে। অতঃপর অন্য সব মানুষকে হিসাব-নিকাশের দিকে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে।
(বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
(বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
916 - وَرُوِيَ عَن أَسمَاء بنت يزِيد رَضِي الله عَنْهَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يحْشر النَّاس فِي صَعِيد وَاحِد يَوْم الْقِيَامَة فينادي مُنَاد فَيَقُول أَيْن الَّذين كَانُوا تَتَجَافَى جنُوبهم عَن الْمضَاجِع فَيقومُونَ وهم قَلِيل فَيدْخلُونَ الْجنَّة بِغَيْر حِسَاب ثمَّ يُؤمر بِسَائِر النَّاس إِلَى الْحساب
رَوَاهُ الْبَيْهَقِيّ
رَوَاهُ الْبَيْهَقِيّ
বর্ণনাকারী: