আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯১৫
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯১৫. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: জান্নাতে এমন একটি গাছ আছে, যার উপরের অংশ থেকে বের হচ্ছে অলংকারসমূহ এবং নিচ অংশ থেকে বের হচ্ছে জিন লাগান স্বর্ণখচিত ঘোড়া, যাদের মুখে মুক্তা ও ইয়াকৃতের লাগাম পরিহিত থাকবে। যে ঘোড়াটি পায়খানা-পেশাব করবে না, তার হবে অসংখ্য পালক তা এত দ্রুতগামী হবে যে, লোকচক্ষুর শেষ সীমায় তার এক-একটি পদক্ষেপে পড়বে। এরপর একদল জান্নাতী তার উপর আরোহণ করবে এবং সে ঘোড়া তাদের নিয়ে আকাশে উড়বে। যারা কম মর্যাদার হবে, তারা বলবে: হে আমাদের রব। কোন আমলের বদৌলতে আপনার এ বান্দাগণ এত মর্যাদা লাভ করল? তিনি বলেন, উত্তরে তাদের বলা হবে: তোমরা যখন রাতে নিদ্রায় বিভোর থাকতে, তখন তারা সালাত আদায় করত। তোমরা যখন পানাহার করতে, তখন তারা রোযা রাখত। তোমরা যখন কৃপণতা করতে, তখন তারা দান করত। তোমরা যখন ভীত-সন্ত্রস্ত হতে, তখন তারা (শত্রুর মুকাবিলায়) যুদ্ধ করতো।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
915 - وَرُوِيَ عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن فِي الْجنَّة لشَجَرَة يخرج من أَعْلَاهَا حلل وَمن أَسْفَلهَا خيل من ذهب مسرجة ملجمة من در وَيَاقُوت لَا تروث وَلَا تبول لَهَا أَجْنِحَة خطوها مد الْبَصَر فَيركبهَا أهل الْجنَّة فتطير بهم حَيْثُ شاؤوا فَيَقُول الَّذين أَسْفَل مِنْهُم دَرَجَة يَا رب بِمَا بلغ عِبَادك هَذِه الْكَرَامَة كلهَا قَالَ فَيُقَال لَهُم كَانُوا يصلونَ بِاللَّيْلِ وكنتم تنامون وَكَانُوا يَصُومُونَ وكنتم تَأْكُلُونَ وَكَانُوا يُنْفقُونَ وكنتم تبخلون وَكَانُوا يُقَاتلُون وكنتم تجبنون
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا