আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৯৯
অধ্যায়ঃ নফল
বিছানায় শুয়ে দু'আ পাঠের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি আল্লাহর যিকর ব্যতীত ঘুমিয়ে পড়ে
৮৯৯. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে নবী সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি বিছানায় শুয়েঃ
أسْتَغْفر الله الَّذِي لَا إِلَه إِلَّا هُوَ الْحَيّ القيوم وَأَتُوب إِلَيْهِ
অর্থাৎ "আমি ক্ষমা চাই ঐ আল্লাহর কাছে, যিনি ব্যতীত আর কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং তাঁরই কাছে তাওবা করছি।" পাঠ করবে, তার যাবতীয় গুনাহ ক্ষমা করা হবে, যদিও তা হয় সমুদ্রের ফেনাপুঞ্জের সমান, যদিও তা হয় গাছের পাতা-পল্লবের সমান, যদিও তা হয় স্তূপীকৃত বালুকারাশির সমান,
যদিও তা হয় পৃথিবীর দিনসমূহের সমান।
(ইমাম তিরমিযী ওয়াসাফী থেকে আতীয়া সূত্রে হযরত আবু সাঈদ (রা)-এর বরাতে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন: এ হাদীসটি হাসান-গরীব। তিনি আরো বলেন: উবায়দুল্লাহ ইবন ওয়ালীদ ওয়াসাফীর সূত্রে ব্যতীত আমি এ হাদীস সম্পর্কে জানি না।)
[গ্রন্থকার বলেনঃ] এ হাদীসের একজন রাবী উবায়দুল্লাহ, যিনি উল্লেখযোগ্যে ব্যক্তি নন। কিন্তু ইমাম ইবন কুদামা উক্ত হাদীসের অনুসরণ করেছেন। তিনি একজন বিশ্বস্ত রাবী। ইমাম বুখারী উক্ত হাদীসটি তাঁর 'তারীখে' কুদামার সূত্রে অনুরূপ শব্দে বর্ণনা করেছেন। আর আতীয়া, যিনি হলেন 'আওফী; তাঁর ব্যাপারে আলোচনা আসবে।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن حِين يأوي إِلَى فرَاشه وَمَا جَاءَ فِيمَن نَام وَلم يذكر الله تَعَالَى
899 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ حِين يأوي إِلَى فرَاشه أسْتَغْفر الله الَّذِي لَا إِلَه إِلَّا هُوَ الْحَيّ القيوم وَأَتُوب إِلَيْهِ غفرت لَهُ ذنُوبه وَإِن كَانَت مثل زبد الْبَحْر وَإِن كَانَت عدد ورق الشّجر وَإِن كَانَت عدد رمل عالج وَإِن كَانَت عدد أَيَّام الدُّنْيَا

رَوَاهُ التِّرْمِذِيّ من طَرِيق الْوَصَّافِي عَن عَطِيَّة عَن أبي سعيد وَقَالَ حَدِيث حسن غَرِيب لَا نعرفه إِلَّا من هَذَا الْوَجْه من حَدِيث عبيد الله بن الْوَلِيد الْوَصَّافِي
قَالَ المملي عبيد الله هَذَا واه لَكِن تَابعه عَلَيْهِ عِصَام بن قدامَة وَهُوَ ثِقَة خرجه البُخَارِيّ فِي تَارِيخه من طَرِيقه بِنَحْوِهِ وعطية هَذَا هُوَ الْعَوْفِيّ يَأْتِي الْكَلَام عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান