আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৯৭
অধ্যায়ঃ নফল
বিছানায় শুয়ে দু'আ পাঠের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি আল্লাহর যিকর ব্যতীত ঘুমিয়ে পড়ে
৮৯৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন: তুমি যখন বিছানায় ঘুমোতে যাবে, তখন তুমি ফাতিহাতুল কিতাব (সূরা ফাতিহা) ও قل هُوَ الله أحد (সূরা ইখলাস) পাঠ করবে। ফলে মৃত্যু ব্যতীত যাবতীয় বিষয় (অনিষ্ট) হতে তুমি নিরাপদ থাকবে।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। গাসসান ইবন উবায়দ ব্যতীত এ সনদের সকল রাবী সহীহ বলে তিনি অভিমত প্রকাশ করেছেন।)
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। গাসসান ইবন উবায়দ ব্যতীত এ সনদের সকল রাবী সহীহ বলে তিনি অভিমত প্রকাশ করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن حِين يأوي إِلَى فرَاشه وَمَا جَاءَ فِيمَن نَام وَلم يذكر الله تَعَالَى
897 - وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا وضعت جَنْبك على الْفراش وقرأت فَاتِحَة الْكتاب وَقل هُوَ الله أحد فقد أمنت من كل شَيْء إِلَّا الْمَوْت
رَوَاهُ الْبَزَّار وَرِجَاله رجال الصَّحِيح إِلَّا غَسَّان بن عبيد
رَوَاهُ الْبَزَّار وَرِجَاله رجال الصَّحِيح إِلَّا غَسَّان بن عبيد