আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৭৯
অধ্যায়ঃ নফল
বিতরের সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং যে বিতরের সালাত আদায় করে না, তার বর্ণনা
৮৭৯. আবূ তামীম জায়শানী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আমর ইবন আস (রা)-কে বলতে শুনেছিঃ আমাকে রাসূলুল্লাহ (সা) এর এক সাহাবী এই মর্মে অবহিত করেছেন যে, রাসুলুল্লাহ (সা) বলেছেনঃ আল্লাহ ইশা ও ফজরের মধ্যবর্তী সময়ে তোমাদের উপর এক ওয়াক্ত সালাত বাড়িয়ে দিয়েছেন। আর এটাই হল বিতর, এটাই হল বিতর। আর সাবধান, ঐ সাহাবী হলেন হযরত আবু বাসরা গিফারী (রা)।
(আহমদ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। আহমদের দুটি সনদের মধ্যে এক সনদ অনুযায়ী এ বর্ণনাটি সহীহ। এ হাদীসটি হযরত মু'আয ইবন জাবাল, আবদুল্লাহ ইবন আমর, ইবন আব্বাস, উকবা ইবন আমির জুহানী, আমর ইবন আস (রা) প্রমুখ সাহাবীগণ সূত্রে বর্ণিত।)
(আহমদ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। আহমদের দুটি সনদের মধ্যে এক সনদ অনুযায়ী এ বর্ণনাটি সহীহ। এ হাদীসটি হযরত মু'আয ইবন জাবাল, আবদুল্লাহ ইবন আমর, ইবন আব্বাস, উকবা ইবন আমির জুহানী, আমর ইবন আস (রা) প্রমুখ সাহাবীগণ সূত্রে বর্ণিত।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الْوتر وَمَا جَاءَ فِيمَن لم يُوتر
879 - وَعَن أبي تَمِيم الجيشاني رَضِي الله عَنهُ قَالَ سَمِعت عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنهُ يَقُول أَخْبرنِي رجل من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله عز وَجل زادكم صَلَاة فصلوها فِيمَا بَين الْعشَاء إِلَى الصُّبْح الْوتر الْوتر أَلا وَإنَّهُ أَبُو بصرة الْغِفَارِيّ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَأحد إسنادي أَحْمد رُوَاته رُوَاة الصَّحِيح وَهَذَا الحَدِيث قد رُوِيَ من حَدِيث معَاذ بن جبل وَعبد الله بن عَمْرو وَابْن عَبَّاس وَعقبَة بن عَامر الْجُهَنِيّ وَعَمْرو بن الْعَاصِ وَغَيرهم
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَأحد إسنادي أَحْمد رُوَاته رُوَاة الصَّحِيح وَهَذَا الحَدِيث قد رُوِيَ من حَدِيث معَاذ بن جبل وَعبد الله بن عَمْرو وَابْن عَبَّاس وَعقبَة بن عَامر الْجُهَنِيّ وَعَمْرو بن الْعَاصِ وَغَيرهم