আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৭৮
অধ্যায়ঃ নফল
বিতরের সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং যে বিতরের সালাত আদায় করে না, তার বর্ণনা
৮৭৮. হযরত খারিজা ইবন হুযাফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (সা) আমাদের কাছে বেরিয়ে এসে বলেন: আল্লাহ তা'আলা তোমাদের জন্য লালবর্ণের উটের চেয়েও উত্তম এক ওয়াক্ত সালাত
নির্ধারিত করেছেন এবং এটাই হল বিতর। এই সালাত আদায়ের সময়কাল হল ইশার সালাতের পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত।
(আবু দাউদ, ইবন মাজাহ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেছেন: এ হাদীসটি গরীব। আমি কেবল ইয়াযীদ ইবন আবূ হাবীব সূত্রে এ হাদীসটি শুনেছি। ইমাম বুখারী (র) বলেছেনঃ এ হাদীসের কোন সনদ জানা যায়নি। হাদীসটি একজন থেকে অন্যজন শুনেছেন মাত্র।)
নির্ধারিত করেছেন এবং এটাই হল বিতর। এই সালাত আদায়ের সময়কাল হল ইশার সালাতের পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত।
(আবু দাউদ, ইবন মাজাহ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেছেন: এ হাদীসটি গরীব। আমি কেবল ইয়াযীদ ইবন আবূ হাবীব সূত্রে এ হাদীসটি শুনেছি। ইমাম বুখারী (র) বলেছেনঃ এ হাদীসের কোন সনদ জানা যায়নি। হাদীসটি একজন থেকে অন্যজন শুনেছেন মাত্র।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الْوتر وَمَا جَاءَ فِيمَن لم يُوتر
878 - وَعَن خَارِجَة بن حذافة رَضِي الله عَنهُ قَالَ خرج علينا يَوْمًا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ
قد أمدكم الله بِصَلَاة هِيَ خير لكم من حمر النعم وَهِي الْوتر فَجَعلهَا لكم فِيمَا بَين الْعشَاء الْآخِرَة إِلَى طُلُوع الْفجْر
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث يزِيد بن أبي حبيب
انْتهى
وَقَالَ البُخَارِيّ لَا يعرف لإسناده يَعْنِي لإسناد هَذَا الحَدِيث سَماع بَعضهم من بعض
قد أمدكم الله بِصَلَاة هِيَ خير لكم من حمر النعم وَهِي الْوتر فَجَعلهَا لكم فِيمَا بَين الْعشَاء الْآخِرَة إِلَى طُلُوع الْفجْر
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث يزِيد بن أبي حبيب
انْتهى
وَقَالَ البُخَارِيّ لَا يعرف لإسناده يَعْنِي لإسناد هَذَا الحَدِيث سَماع بَعضهم من بعض
বর্ণনাকারী: