আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৭৪
অধ্যায়ঃ নফল
বিতরের সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং যে বিতরের সালাত আদায় করে না, তার বর্ণনা
৮৭৪. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: বিতরের সালাত ফরয সালাতের ন্যায় অপরিহার্য নয়। তবে রাসূলাল্লাহ (সা) তা সুন্নাত করেছেন। তিনি বলেছেন: আল্লাহ বিতর (বেজোড়), তিনি বিতর পছন্দ করেন। কাজেই হে কুরআনের অনুসারীগণ! তোমরা বিত্রের সালাত আদায় করবে।
(আবু দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। শব্দমালা ইমাম তিরমিযীর। নাসাঈ, ইবন মাজাহ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেছেন: হাদীসটি হাসান।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الْوتر وَمَا جَاءَ فِيمَن لم يُوتر
874 - عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ الْوتر لَيْسَ بحتم كَصَلَاة الْمَكْتُوبَة وَلَكِن سنّ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله وتر يحب الْوتر فأوتروا يَا أهل الْقُرْآن

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান