আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৭৩
অধ্যায়ঃ নফল
ইশার (ফরযের) পর সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৭৩. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যোহরের (ফরযের) পূর্বে চার রাক'আত (সুন্নাত) সালাত ইশার পর চার রাক'আত সালাতের ন্যায়। আর ইশার পরের চার রাক'আত সালাত লায়লাতুল কদরের সালাতের ন্যায়।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। ইতোপূর্বে হযরত বারা (রা) সূত্রে বর্ণিত হয়েছেঃ
যে ব্যক্তি যোহরের (ফরযের) পূর্বে চার রাক'আত (সুন্নাত) সালাত আদায় করল, সে যেন রাতে তাহাজ্জুদ সালাত আদায় করল। আর যে ব্যক্তি ইশার (ফরযের) পর অনুরূপ সালাত আদায় করল, সে যেন লায়লাতুল কদরের অনুরূপ সালাত আদায় করল।
'মু'জামুল কাবীর' গ্রন্থে ইবন উমর (রা) থেকে নবী সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি ইশার সালাত জামা'আতের সাথে আদায় করবে এবং মসজিদ ত্যাগ করার পূর্বে চার রাক'আত সালাত আদায় করবে, সে যেন লায়লাতুল কদরের সালাত আদায় করল।
অন্য অনুচ্ছেদে এ পর্যায়ে কয়েকটি হাদীস এসেছে। নবী ইশার সালাত আদায় করে (আরো) চার রাকা'আত সালাত আদায় করার পর ঘরে ফিরতেন। আমার হাদীস বর্ণনার শর্ত বহির্ভুত হওয়ায়, আমি তা আলোচনা করলাম না।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة بعد الْعشَاء
873 - رُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَربع قبل الظّهْر كأربع بعد الْعشَاء وَأَرْبع بعد الْعشَاء كعدلهن من لَيْلَة الْقدر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَتقدم حَدِيث الْبَراء
من صلى قبل الظّهْر أَربع رَكْعَات كَأَنَّمَا تهجد من ليلته وَمن صَلَّاهُنَّ بعد الْعشَاء كمثلهن من لَيْلَة الْقدر
وَفِي الْكَبِير من حَدِيث ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صلى الْعشَاء الْآخِرَة فِي جمَاعَة وَصلى أَربع رَكْعَات قبل أَن يخرج من الْمَسْجِد كَانَ كَعدْل لَيْلَة الْقدر
وَفِي الْبَاب أَحَادِيث أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كَانَ إِذا صلى الْعشَاء وَرجع إِلَى بَيته صلى أَربع رَكْعَات أضربت عَن ذكرهَا لِأَنَّهَا لَيست من شَرط كتَابنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান