আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৭৫
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৭৫. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আল্লাহ তা'আলা বলেনঃ আমি ঐ বিনয়ী ব্যক্তির সালাত কবুল করি যে, ব্যক্তি বিনয়ের সাথে (সালাতে) আমার মাহাত্ম্য প্রকাশ করে এবং আমার মাখলুকের উপর আত্মম্ভরিতা প্রকাশ করে না, আমার নাফরমানীর উপর আবিচল থাকে না, সর্বদা আমার যিকরে মশগুল থাকে, মিসকীন (দুঃস্থ), পথচারী, বিধবা এবং বিপদগ্রস্তের প্রতি দয়া করে। এগুলো কিয়ামতের দিন তার জন্য সূর্যের জ্যোতির মত জ্যোতির্ময় হবে। আমি তার তত্ত্বাবধান করব, আমার ফিরিশতা দ্বারা তাকে হিফাযত করব, অন্ধকারে আমি তাকে আলো দেব, তার অজ্ঞানতার ক্ষেত্রে আমি প্রজ্ঞা দান করব। জান্নাতের মধ্যে ফিরদাউস যেমন সর্বশ্রেষ্ঠ, সেও হবে আমার জগতের মধ্যে সর্বোৎকৃষ্ট।
(বাযযার আবদুল্লাহ ইবন ওয়াকিদ হাররানী সূত্রে হাদীসটি বর্ণনা করেন। অপরাপর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
775 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الله عز وَجل إِنَّمَا أتقبل الصَّلَاة مِمَّن تواضع بهَا لعظمتي وَلم يستطل على خلقي وَلم يبت مصرا على معصيتي وَقطع النَّهَار فِي ذكري ورحم الْمِسْكِين وَابْن السَّبِيل والأرملة ورحم الْمُصَاب ذَلِك نوره كنور الشَّمْس أكلؤه بعزتي وأستحفظه ملائكتي أجعَل لَهُ فِي الظلمَة نورا وَفِي الْجَهَالَة حلما وَمثله فِي خلقي كَمثل الفردوس فِي الْجنَّة
رَوَاهُ الْبَزَّار من رِوَايَة عبد الله بن وَاقد الْحَرَّانِي وَبَقِيَّة رُوَاته ثِقَات
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৭৫ | মুসলিম বাংলা