আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৬৭
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৬৭. হযরত রিফায়া ইবন রাফি' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) এর কাছে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি এলো এবং মসজিদে ঢুকে সালাত আদায় করে নিল। এরপর তিনি হাদীসটি বর্ণনা করে বলেন, লোকটি বলল: আপনি আমার প্রতি কী দোষারোপ করেছেন, তা আমি জানি না। নবী (সা) বললেন: আল্লাহ তোমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন, যেমন পূর্ণরূপে উযুর, মুখমণ্ডল ধোয়া, উভয় হাত কনুই পর্যন্ত ধোয়া, মাথা মাসেহ করা, উভয় পা টাখনু পর্যন্ত ধোয়া, তারপর (সালাতের) তাকবীর বলা, এরপর তাহমীদ ও তামজীদ পড়া, কুরআন থেকে তার সাধ্যমত আল্লাহর নির্দেশিত নিয়মে তিলাওয়াত করা, এরপর তাকবীর বলা, রুকু করা। আর সে এভাবে রুকু করবে যে, সে তার দুই হাত হাঁটুর উপরে রাখবে, এমনকি তার জোড়াগুলো যথাস্থানে স্থির থাকে। অতঃপর سمع الله لمن حَمده বলবে এবং এমনভাবে সোজা হয়ে দাড়াবে, যেন তার জোড়াগুলো যথাস্থানে মিলে যায় এবং তার পিঠ সোজা হয়। এরপর তাকবীর বলে সিজদা করবে এবং স্বাভাবিকভাবে যমীনে তার কপাল রাখবে। তারপর সে তাকবীর বলবে এবং মাথা উঠাবে এবং সে তার নিতম্বের উপর সোজা হয়ে বসবে। সে তার পিঠ সোজা রাখবে, তিনি এভাবে সালাতের বিবরণ শেষ করলেন। অবশেষে বললেনঃ এভাবে সালাত আদায় না করলে তোমাদের কারো সালাত আদায় হবে না।
(নাসাঈ নিজ শব্দে এবং তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেনঃ হাদীসটি হাসান। হাদীসের শেষাংশে তিনি বলেন: তুমি এরূপ করলে তোমার সালাত পরিপূর্ণ হল। আর যদি তুমি এতে ত্রুটি কর, তাহলে তোমার সালাতও ত্রুটিপূর্ণ হবে। আবূ উমর ইবন আবদুল বার নামিরী বলেন: এই হাদীসটি গ্রহণীয়।)
(নাসাঈ নিজ শব্দে এবং তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেনঃ হাদীসটি হাসান। হাদীসের শেষাংশে তিনি বলেন: তুমি এরূপ করলে তোমার সালাত পরিপূর্ণ হল। আর যদি তুমি এতে ত্রুটি কর, তাহলে তোমার সালাতও ত্রুটিপূর্ণ হবে। আবূ উমর ইবন আবদুল বার নামিরী বলেন: এই হাদীসটি গ্রহণীয়।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
767 - وَعَن رِفَاعَة بن رَافع رَضِي الله عَنهُ قَالَ كنت جَالِسا عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذْ جَاءَ رجل فَدخل الْمَسْجِد فصلى فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ فِيهِ فَقَالَ الرجل لَا أَدْرِي مَا عبت عَليّ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِنَّه لَا تتمّ صَلَاة أحدكُم حَتَّى يسبغ الْوضُوء كَمَا أمره الله وَيغسل وَجهه وَيَديه إِلَى الْمرْفقين وَيمْسَح رَأسه وَرجلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ثمَّ يكبر الله وَيَحْمَدهُ ويمجده وَيقْرَأ من الْقُرْآن مَا أذن الله لَهُ فِيهِ وتيسر ثمَّ يكبر ويركع فَيَضَع كفيه على رُكْبَتَيْهِ حَتَّى تطمئِن مفاصله وَتَسْتَرْخِي ثمَّ يَقُول سمع الله لمن حَمده وَيَسْتَوِي قَائِما حَتَّى يَأْخُذ كل عظم مأخذه وَيُقِيم صلبه ثمَّ يكبر فَيسْجد وَيُمكن جَبهته من الأَرْض حَتَّى تطمئِن مفاصله وَتَسْتَرْخِي ثمَّ يكبر فيرفع رَأسه وَيَسْتَوِي قَاعِدا على مقعدته وَيُقِيم صلبه
فوصف الصَّلَاة هَكَذَا حَتَّى فرغ ثمَّ قَالَ لَا تتمّ صَلَاة أحدكُم حَتَّى يفعل ذَلِك
رَوَاهُ النَّسَائِيّ وَهَذَا لَفظه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَقَالَ فِي آخِره فَإِذا فعلت ذَلِك فقد تمت صَلَاتك وَإِن انتقصت مِنْهَا شَيْئا انتقصت من صَلَاتك
قَالَ أَبُو عمر بن عبد الْبر النمري هَذَا حَدِيث ثَابت
فوصف الصَّلَاة هَكَذَا حَتَّى فرغ ثمَّ قَالَ لَا تتمّ صَلَاة أحدكُم حَتَّى يفعل ذَلِك
رَوَاهُ النَّسَائِيّ وَهَذَا لَفظه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَقَالَ فِي آخِره فَإِذا فعلت ذَلِك فقد تمت صَلَاتك وَإِن انتقصت مِنْهَا شَيْئا انتقصت من صَلَاتك
قَالَ أَبُو عمر بن عبد الْبر النمري هَذَا حَدِيث ثَابت


বর্ণনাকারী: