আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৬৫
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৬৫. হযরত নু'মান ইবন মুররা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: মদ্যপায়ী, ব্যভিচারী ও চোর। এদের শাস্তি সম্পর্কে তোমাদের কী অভিমত? এ ছিল বিধান (হুদুদ) অবতীর্ণের পূর্বের ঘটনা। তারা বললঃ (এ বিষয়ে) আল্লাহ এবং তাঁর রাসূল (সা) সর্বাধিক জ্ঞাত। তিনি বললেন: এগুলো অশ্লীল কাজ এবং শাস্তিযোগ্য অপরাধ। তবে সর্বাপেক্ষা (জঘন্য) চুরি তার, যে তার সালাতে চুরি করে। তারা বললঃ সালাতে চুরি করা হয় কিভাবে ? তিনি বললেন: সে (মুসল্লী তার সালাতে) রুকু ও সিজদা যথার্থভাবে আদায় করে না।
(হাদীসটি মালিক বর্ণনা করেছেন। 'যথাসময়ে সালাত আদায়' অধ্যায়ে আগের অনুচ্ছেদে হযরত আনাস (রা) থেকে নবী (সা) সূত্রে হাদীস আলোচিত হয়েছে যে, যে ব্যক্তি যথাসময়ে সালাত আদায় করে না, ঠিকমত উযূ করে না, পূর্ণ আল্লাহ-ভীতি অবলম্বন করে না এবং ঠিকমত রুকু ও সিজদা করে না, তার সালাত থেকে বের হয় ঘোর অন্ধকার এবং তা তাকে বলে? আমাকে যেভাবে তুমি ধ্বংস করেছ, আল্লাহ তোমাকে সেভাবে ধ্বংস করুন। এমনকি আল্লাহ তা ছিন্ন বস্ত্রের ন্যায় মুষ্টিবদ্ধ করে তার চেহারায় ছুঁড়ে মারেন।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন।)
(হাদীসটি মালিক বর্ণনা করেছেন। 'যথাসময়ে সালাত আদায়' অধ্যায়ে আগের অনুচ্ছেদে হযরত আনাস (রা) থেকে নবী (সা) সূত্রে হাদীস আলোচিত হয়েছে যে, যে ব্যক্তি যথাসময়ে সালাত আদায় করে না, ঠিকমত উযূ করে না, পূর্ণ আল্লাহ-ভীতি অবলম্বন করে না এবং ঠিকমত রুকু ও সিজদা করে না, তার সালাত থেকে বের হয় ঘোর অন্ধকার এবং তা তাকে বলে? আমাকে যেভাবে তুমি ধ্বংস করেছ, আল্লাহ তোমাকে সেভাবে ধ্বংস করুন। এমনকি আল্লাহ তা ছিন্ন বস্ত্রের ন্যায় মুষ্টিবদ্ধ করে তার চেহারায় ছুঁড়ে মারেন।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
765 - وَعَن النُّعْمَان بن مرّة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا ترَوْنَ فِي الشَّارِب وَالزَّانِي وَالسَّارِق وَذَلِكَ قبل أَن تنزل فيهم الْحُدُود قَالُوا الله وَرَسُوله أعلم قَالَ هن فواحش وفيهن عُقُوبَة وأسوأ السّرقَة الَّذِي يسرق صلَاته
قَالُوا وَكَيف يسرق صلَاته قَالَ لَا يتم ركوعها وَلَا سجودها
رَوَاهُ مَالك وَتقدم فِي بَاب الصَّلَاة على وَقتهَا حَدِيث أنس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَفِيه وَمن صلاهَا لغير وَقتهَا وَلم يسبغ لَهَا وضوءها وَلم يتم لَهَا خشوعها وَلَا ركوعها وَلَا سجودها خرجت وَهِي سَوْدَاء مظْلمَة تَقول ضيعك الله كَمَا ضيعتني حَتَّى إِذا كَانَت حَيْثُ شَاءَ الله لفت كَمَا يلف الثَّوْب الْخلق ثمَّ ضرب بهَا وَجهه
رَوَاهُ الطَّبَرَانِيّ
قَالُوا وَكَيف يسرق صلَاته قَالَ لَا يتم ركوعها وَلَا سجودها
رَوَاهُ مَالك وَتقدم فِي بَاب الصَّلَاة على وَقتهَا حَدِيث أنس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَفِيه وَمن صلاهَا لغير وَقتهَا وَلم يسبغ لَهَا وضوءها وَلم يتم لَهَا خشوعها وَلَا ركوعها وَلَا سجودها خرجت وَهِي سَوْدَاء مظْلمَة تَقول ضيعك الله كَمَا ضيعتني حَتَّى إِذا كَانَت حَيْثُ شَاءَ الله لفت كَمَا يلف الثَّوْب الْخلق ثمَّ ضرب بهَا وَجهه
رَوَاهُ الطَّبَرَانِيّ
