আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৬২
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৬২. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ আমাকে রুকু অবস্থায় কিরাআত পাঠ করতে নিষেধ করেছেন। তিনি (আরো) বলেছেনঃ হে আলী। যে ব্যক্তি সালাতে (রুকু-সিজদায়) তার পিঠ সোজা করে না, তার উপমা ঐ গর্ভবতীর ন্যায়, যে গর্ভধারণ করেছে অথচ নিফাস হওয়ার প্রারম্ভেই গর্ভপাত করেছে। সে গর্ভবতীও নয় এবং বাচ্চা প্রসবিণীও নয়।
(আবু ইয়ালা ও ইস্পাহানী হাদীসটি বর্ণনা করেছেন। ইস্পাহানী আরো বলেছেন: উল্লিখিত মুসল্লির উপমা ঐ ব্যবসায়ীর ন্যায়, যে তার ব্যবসায় লাভবান হয়নি, এমন কি সে তার মূলধনই খুইয়ে ফেলেছে। অনুরূপ মুসল্লীর ফরয পুরোপুরি আদায় না হওয়া ব্যতীত তার নফল সালাতও কবুল করা হবে না।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
762 - وَرُوِيَ عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ نهاني رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن أَقرَأ وَأَنا رَاكِع وَقَالَ يَا عَليّ مثل الَّذِي لَا يُقيم صلبه فِي صلَاته كَمثل حُبْلَى حملت فَلَمَّا دنا نفَاسهَا
أسقطت فَلَا هِيَ ذَات حمل وَلَا هِيَ ذَات ولد
رَوَاهُ أَبُو يعلى والأصبهاني وَزَاد مثل الْمُصَلِّي كَمثل التَّاجِر لَا يخلص لَهُ ربحه حَتَّى يخلص لَهُ رَأس مَاله كَذَلِك الْمُصَلِّي لَا تقبل نافلته حَتَّى يُؤَدِّي الْفَرِيضَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৬২ | মুসলিম বাংলা