আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭১২
প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১২. হযরত জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) আমাদের কাছে এসে বললেনঃ ফিরিশতাকুল যেভাবে তাঁদের রবের সামনে দাঁড়ায়, তোমরা কেন তাঁদের ন্যায় সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছ না? আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! ফিরিশতাগণ তাদের রবের সামনে কিরূপ সারিবদ্ধভাবে দাঁড়ায়? তিনি বললেনঃ তারা প্রথম সারিসমূহ পূরা করে এবং দু'জনের মধ্যে কোন প্রকার ব্যবধান না রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন)
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
712 - وَعَن جَابر بن سَمُرَة رَضِي الله عَنهُ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَلا تصفون كَمَا تصف الْمَلَائِكَة عِنْد رَبهَا فَقُلْنَا يَا رَسُول الله وَكَيف تصف الْمَلَائِكَة عِنْد رَبهَا قَالَ يتمون الصُّفُوف الأول ويتراصون فِي الصَّفّ

رَوَاهُ أَبُو مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭১২ | মুসলিম বাংলা