আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭১১
প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১১. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা কাতার সোজা করবে, বাহুমূলসমূহকে সমপর্যায়ে রাখবে। ফাঁকাগুলো পূর্ণ করে নেবে এবং তোমাদের ভাইদের হাতের প্রতি কোমল হবে এবং শয়তানের জন্য ফাঁক রাখবে না। যে ব্যক্তি সারি মিলিয়ে নেবে, আল্লাহ তাকে তাঁর সাথে মিলিয়ে নেবেন। আর যে সারি কাটে, আল্লাহও তাকে (নিজ রহমত থেকে) কেটে দেবেন।
(আহমদ ও আবু দাউদ, নাসাঈ ও ইবন খুযায়মা হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করেছেন।)
(আহমদ ও আবু দাউদ, নাসাঈ ও ইবন খুযায়মা হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
711 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أقِيمُوا الصُّفُوف وحاذوا بَين المناكب وسدوا الْخلَل ولينوا بأيدي إخْوَانكُمْ وَلَا تذروا فرجات الشَّيْطَان وَمن وصل صفا وَصله الله وَمن قطع صفا قطعه الله
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَعند النَّسَائِيّ وَابْن خُزَيْمَة آخِره
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَعند النَّسَائِيّ وَابْن خُزَيْمَة آخِره
