আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৮০
ফজর ও আসরের সালাতের পর লোকের মুসাল্লায় বসার প্রতি অনুপ্রেরণা
৬৮০. হযরত উমর ইবন খাত্তাব (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি নজদের উদ্দেশ্যে একটি অভিযান প্রেরণ করেন। তারা প্রচুর গনীমত সামগ্রী নিয়ে (অতি দ্রুত) ফিরে আসে। আমাদের মধ্যকার একব্যক্তি বলল, এ অভিযান সব চাইতে দ্রুতগামী অভিযান এবং এই অভিযানে প্রাপ্ত গনীমতের ন্যায় উত্তম গনীমত লাভ করতে আমি আর কখনো দেখি নি। নবী বললেনঃ আমি কি তোমাদের এমন একদল লোকের কথা বলে দেব না, যারা লাভ করেছে এর চাইতে উত্তম গনীমত এবং প্রত্যাবর্তন করেছে (আরো) দ্রুত? তারা হল: এমন একদল লোক, যারা ফজরের জামাআতে উপস্থিত হয়েছে এরপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর যিকর করেছে, তারাই হল অধিক দ্রুত আগমনকারী ও উত্তম গনীমত অর্জনকারী দল।
(তিরমিযী (র) তাঁর জামে গ্রন্থে 'দাওয়াত অধ্যায়ে' এ হাদীস বর্ণনা করেন। আরো বর্ণনা করেন, বাযযার, আবু ইয়ালা এবং ইবন হিব্বান হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। বাযযার বর্ণনা করেন যে, যিনি এ কথা বলেছেন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দীক (রা), আর হাদীসের শেষাংশে তিনি বলেনঃ তারপর রসূলুল্লাহ (সা) বললেন: হে আবু বকর আমি কি তোমাকে এমন এক ব্যক্তি সম্পর্কে অবহিত করব না? যে এদের চেয়ে দ্রুত প্রত্যাবর্তনকারী এবং উত্তম গনীমত অর্জনকারী। সে ব্যক্তি হলো, যে ফজরের সালাত জামাআতের সাথে আদায় করল এরপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর যিক্র করল, সে এদের চেয়ে দ্রুত প্রত্যাবর্তনকারী এবং উত্তম গনীমত অর্জনকারী।)
(তিরমিযী (র) তাঁর জামে গ্রন্থে 'দাওয়াত অধ্যায়ে' এ হাদীস বর্ণনা করেন। আরো বর্ণনা করেন, বাযযার, আবু ইয়ালা এবং ইবন হিব্বান হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। বাযযার বর্ণনা করেন যে, যিনি এ কথা বলেছেন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দীক (রা), আর হাদীসের শেষাংশে তিনি বলেনঃ তারপর রসূলুল্লাহ (সা) বললেন: হে আবু বকর আমি কি তোমাকে এমন এক ব্যক্তি সম্পর্কে অবহিত করব না? যে এদের চেয়ে দ্রুত প্রত্যাবর্তনকারী এবং উত্তম গনীমত অর্জনকারী। সে ব্যক্তি হলো, যে ফজরের সালাত জামাআতের সাথে আদায় করল এরপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর যিক্র করল, সে এদের চেয়ে দ্রুত প্রত্যাবর্তনকারী এবং উত্তম গনীমত অর্জনকারী।)
التَّرْغِيب فِي جُلُوس الْمَرْء فِي مُصَلَّاهُ بعد صَلَاة الصُّبْح وَصَلَاة الْعَصْر
680 - وَرُوِيَ عَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بعث بعثا قبل نجد فغنموا غَنَائِم كَثِيرَة وأسرعوا الرّجْعَة فَقَالَ رجل منا لم يخرج مَا رَأينَا بعثا أسْرع رَجْعَة وَلَا أفضل غنيمَة من هَذَا الْبَعْث فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَلا أدلكم على قوم أفضل غنيمَة وأسرع رَجْعَة قوم شهدُوا صَلَاة الصُّبْح ثمَّ جَلَسُوا يذكرُونَ الله حَتَّى طلعت الشَّمْس أُولَئِكَ أسْرع رَجْعَة وَأفضل غنيمَة
رَوَاهُ التِّرْمِذِيّ فِي الدَّعْوَات من جَامعه وَرَوَاهُ الْبَزَّار وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه من حَدِيث أبي هُرَيْرَة بِنَحْوِهِ وَذكر الْبَزَّار فِيهِ أَن الْقَائِل مَا رَأينَا هُوَ أَبُو بكر رَضِي الله عَنهُ وَقَالَ فِي آخِره فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَا أَبَا بكر أَلا أدلك على مَا هُوَ أسْرع إيابا وَأفضل مغنما من صلى الْغَدَاة فِي جمَاعَة ثمَّ ذكر الله حَتَّى تطلع الشَّمْس
رَوَاهُ التِّرْمِذِيّ فِي الدَّعْوَات من جَامعه وَرَوَاهُ الْبَزَّار وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه من حَدِيث أبي هُرَيْرَة بِنَحْوِهِ وَذكر الْبَزَّار فِيهِ أَن الْقَائِل مَا رَأينَا هُوَ أَبُو بكر رَضِي الله عَنهُ وَقَالَ فِي آخِره فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَا أَبَا بكر أَلا أدلك على مَا هُوَ أسْرع إيابا وَأفضل مغنما من صلى الْغَدَاة فِي جمَاعَة ثمَّ ذكر الله حَتَّى تطلع الشَّمْس
