আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৭৯
ফজর ও আসরের সালাতের পর লোকের মুসাল্লায় বসার প্রতি অনুপ্রেরণা
৬৭৯. হযরত আমরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি উন্মুল মুমিনীন হযরত আয়েশা (রা)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, যে ব্যক্তি ফজরের সালাত অথবা তিনি বলেছেন, ভোরের সালাত আদায়ের পর মুসাল্লায় বসে থাকে এবং পার্থিব কোন অনর্থক কাজে জড়িয়ে পড়ে না এবং আল্লাহর যিকর করে, এমনকি চার রাকআত সালাতুদ্দোহা আদায় করে, সে গুনাহ থেকে এমনিভাবে
বেরিয়ে আসে, যেমন তার মা তাকে নিষ্পাপ প্রসব করেছে।
(আবু ইয়ালা নিজস্ব শব্দযোগে এবং তাবারানীও হাদীসটি বর্ণনা করেন।)
বেরিয়ে আসে, যেমন তার মা তাকে নিষ্পাপ প্রসব করেছে।
(আবু ইয়ালা নিজস্ব শব্দযোগে এবং তাবারানীও হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي جُلُوس الْمَرْء فِي مُصَلَّاهُ بعد صَلَاة الصُّبْح وَصَلَاة الْعَصْر
679 - وَرُوِيَ عَن عمْرَة رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت أم الْمُؤمنِينَ تَعْنِي عَائِشَة رَضِي الله عَنْهَا تَقول سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من صلى الْفجْر أَو قَالَ الْغَدَاة فَقعدَ فِي مَقْعَده فَلم يلغ بِشَيْء من أَمر الدُّنْيَا وَيذكر الله حَتَّى يُصَلِّي الضُّحَى أَربع رَكْعَات خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه لَا ذَنْب لَهُ
رَوَاهُ أَبُو يعلى وَاللَّفْظ لَهُ وَالطَّبَرَانِيّ
رَوَاهُ أَبُو يعلى وَاللَّفْظ لَهُ وَالطَّبَرَانِيّ


বর্ণনাকারী: