আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৬৭
সালাতুল ফজর ও আসর সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৬৬৭. হযরত আবু বাসরা গিফারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (সা) আমাদের নিয়ে মুখাম্মাসে (একটি রাস্তার নাম) আসরের সালাত আদায় করেন। এরপর তিনি বলেন, এই সালাত তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল। তবে তারা তা ধ্বংস করে ফেলেছিল। কাজেই যে ব্যক্তি তা সংরক্ষণ করবে, তার জন্য রয়েছে, দ্বিগুণ পুরস্কার।
(মুসলিম ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْمُحَافظَة على الصُّبْح وَالْعصر
667 - وَعَن أبي بصرة الْغِفَارِيّ رَضِي الله عَنهُ قَالَ صلى بِنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْعَصْر بالمخمص وَقَالَ إِن هَذِه الصَّلَاة عرضت على من كَانَ قبلكُمْ فضيعوها وَمن حَافظ عَلَيْهَا كَانَ لَهُ أجره مرَّتَيْنِ الحَدِيث
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৬৭ | মুসলিম বাংলা