আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৬৬
সালাতুল ফজর ও আসর সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৬৬৬. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে এবং তার উপর ন্যস্ত যিম্মাদারী পূরা করবে, সে আল্লাহর নির্দেশ পালন করলো এবং আল্লাহর যিম্মাদারী পূর্ণ করলো। আর আমি তার যিম্মাদারী সম্পর্কে খবর নেব।
(আবু ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْمُحَافظَة على الصُّبْح وَالْعصر
666 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صلى الْغَدَاة فأصيبت ذمَّته فقد استبيح حمى الله وأخفرت ذمَّته وَأَنا طَالب بِذِمَّتِهِ
رَوَاهُ أَبُو يعلى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৬৬ | মুসলিম বাংলা