আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৫৯
সালাত আদায়ের পর (অন্য) সালাতের অপেক্ষা করার প্রতি অনুপ্রেরণা
৬৫৯. দাউদ ইবন সালিহ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে হযরত আবু সালামা (রা) বলেছেন: হে ভাতিজা! তুমি কি জান اصْبِرُوا وَصَابِرُوا وَرَابطُوا তোমরা ধৈর্য ধারণ কর, ধৈর্যের প্রতিযোগিতা কর এবং সদা প্রস্তুত থাক, (সূরা আলে ইমরান, ৩: ২০০) এ আয়াতখানা কি বিষয়ে নাযিল হয়েছে? আমি বললাম, না। তিনি বললেন, আমি হযরত আবূ হুরায়রা (রা)-কে বলতে শুনেছি: নবী (সা) -এর যামানায় এমন কোন গাযওয়া অনুষ্ঠিত হয়নি, যাতে সর্বদা তৎপর থাকতে না হয়েছে। তবে এক সালাতের পর অপর সালাতের প্রতীক্ষায় থাকাও সংঘটিত হয়েছে।
(হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, এ হাদীসের সনদ সহীহ।)
التَّرْغِيب فِي انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
659 - وَعَن دَاوُد بن صَالح قَالَ قَالَ لي أَبُو سَلمَة يَا ابْن أخي تَدْرِي فِي أَي شَيْء نزلت {اصْبِرُوا وَصَابِرُوا وَرَابطُوا} آل عمرَان 002 قلت لَا قَالَ سَمِعت أَبَا هُرَيْرَة يَقُول لم يكن فِي زمَان النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم غَزْو يرابط فِيهِ وَلَكِن انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৫৯ | মুসলিম বাংলা