আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৩৯
অধ্যায়ঃ নামাজ
নফল সালাত ঘরে আদায়ের প্রতি অনুপ্রেরণা
৬৩৯. হযরত আবু মুসা আশআরী (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন: যে ঘরে আল্লাহ যিকর করা হয় এবং যে ঘরে আল্লাহর যিকর করা হয় না, তার উপমা হল জীবিত ও মৃতের ন্যায়।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة النَّافِلَة فِي الْبيُوت
639 - وَعَن أبي مُوسَى الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مثل الْبَيْت الَّذِي يذكر الله فِيهِ وَالْبَيْت الَّذِي لَا يذكر الله فِيهِ مثل الْحَيّ وَالْمَيِّت
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
বর্ণনাকারী: