আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৩৮
নফল সালাত ঘরে আদায়ের প্রতি অনুপ্রেরণা
৬৩৮. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের কেউ যখন মসজিদে সালাত আদায় করে, তখন যেন ঘরের জন্য তার সালাতের কিছু অংশ রেখে দেয়। কেননা আল্লাহ তার সালাতের জন্য তার ঘরে বরকত দান করেন।
(মুসলিম ও অপরাপর হাদীস গ্রন্থে এবং ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হযরত আবূ সা'ঈদ (রা) থেকে এ হাদীসখানা বর্ণিত।)
التَّرْغِيب فِي صَلَاة النَّافِلَة فِي الْبيُوت
638 - وَعَن جَابر هُوَ ابْن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا قضى أحدكُم الصَّلَاة فِي مَسْجده فليجعل لبيته نَصِيبا من صلَاته فَإِن الله جَاعل فِي بَيته من صلَاته خيرا
رَوَاهُ مُسلم وَغَيره وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه من حَدِيث أبي سعيد
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৩৮ | মুসলিম বাংলা