আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬১২
বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১২. হযরত উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (সা) আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করেন। এরপর তিনি বললেন: অমুক কি উপস্থিত আছে? তারা বললঃ না। তিনি বললেন: অমুক কি উপস্থিত আছে? তারা বলল, না। তিনি বললেনঃ এই দুই সালাত (ইশা ও ফজর) মুনাফিকদের উপর খুবই ভারী ও কষ্টদায়ক। তোমরা যদি এই দুই সালাতে কী সওয়াব রয়েছে তা জানতে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো। হাদীসের শেষ পর্যন্ত।
(আহমদ, আবু দাউদ, ইবন খুযায়মা। ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন এবং হাকিমও। জামা'আতে অধিক অংশগ্রহণ' শীষক দীর্ঘ হাদীসে এ বিষয়ে পূর্ব বর্ণিত হয়েছে।)
(আহমদ, আবু দাউদ, ইবন খুযায়মা। ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন এবং হাকিমও। জামা'আতে অধিক অংশগ্রহণ' শীষক দীর্ঘ হাদীসে এ বিষয়ে পূর্ব বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
612 - وَعَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ قَالَ صلى بِنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا الصُّبْح فَقَالَ أشاهد فلَان قَالُوا لَا
قَالَ أشاهد فلَان قَالُوا لَا
قَالَ إِن هَاتين الصَّلَاتَيْنِ أثقل الصَّلَوَات على الْمُنَافِقين وَلَو تعلمُونَ مَا فيهمَا لأتيتموهما وَلَو حبوا على الركب
الحَدِيث رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَتقدم بِتَمَامِهِ فِي كَثْرَة الْجَمَاعَة
قَالَ أشاهد فلَان قَالُوا لَا
قَالَ إِن هَاتين الصَّلَاتَيْنِ أثقل الصَّلَوَات على الْمُنَافِقين وَلَو تعلمُونَ مَا فيهمَا لأتيتموهما وَلَو حبوا على الركب
الحَدِيث رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَتقدم بِتَمَامِهِ فِي كَثْرَة الْجَمَاعَة
