আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬১১
বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১১. হযরত আবূ উমামা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি উযূ করে মসজিদে এসে ফজরের (ফরযের) পূর্বে দুই রাকআত সালাত আদায় করবে এবং এরপর ফজরের (ফরয) সালাত আদায় করবে, তার সে দিনের সালাত নেককারদের সালাতরূপে গণ্য হবে এবং তাকে আল্লাহর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।
(তাবারানী কাসিম ইবন আবু আবদুর রহমান থেকে হযরত আবু উমামা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
(তাবারানী কাসিম ইবন আবু আবদুর রহমান থেকে হযরত আবু উমামা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
611 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تَوَضَّأ ثمَّ أَتَى الْمَسْجِد فصلى رَكْعَتَيْنِ قبل الْفجْر ثمَّ جلس حَتَّى يُصَلِّي الْفجْر كتبت صلَاته يَوْمئِذٍ فِي صَلَاة الْأَبْرَار وَكتب فِي وَفد الرَّحْمَن
رَوَاهُ الطَّبَرَانِيّ عَن الْقَاسِم أبي عبد الرَّحْمَن عَن أبي أُمَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ عَن الْقَاسِم أبي عبد الرَّحْمَن عَن أبي أُمَامَة


বর্ণনাকারী: